সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে মাঠ পর্যায়ে শূন্য পদ পূরণের জন্য একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সারা দেশের ৩৩০টি পৌরসভা ও ৪৫৫৩টি ইউনিয়নে ৪৮৮৩টি ক্লাব স্থাপন করা হয়েছে, যেখানে প্রতি বছর ১,৪৬,৪৯০ জন কিশোর কিশোরীদের সংগীত, আবৃত্তি ও সামাজিক সচেতনতামুলক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, অনেক উপজেলায় সংগীত ও আবৃত্তি শিক্ষকের পদ শূন্য রয়েছে, যার ফলে কিশোর কিশোরীদের সংগীত ও আবৃত্তি চর্চা তথা মনো সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, দ্রুত সময়ের মধ্যে এই শূন্য পদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদ সংখ্যা, আবেদনের প্রক্রিয়া বা আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়নি, তবে শীঘ্রই পদ পূরণের প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যায়।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ