সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ২২টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে।

পদের নাম ও সংখ্যা:

  • উপব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং): ০১টি
  • উপব্যবস্থাপক (ক্রেডিট এন্ড ফাইন্যান্স): ০১টি
  • উপব্যবস্থাপক (গবেষণা): ০১টি
  • উপব্যবস্থাপক (প্রকল্প): ০১টি
  • উপব্যবস্থাপক (মানবসম্পদ): ০১টি
  • সহকারী ব্যবস্থাপক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং): ০১টি
  • সহকারী ব্যবস্থাপক (একাউন্টস এন্ড অডিট): ০১টি
  • সহকারী ব্যবস্থাপক (ক্রেডিট এন্ড ফাইন্যান্স): ০১টি
  • সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ): ০১টি
  • সহকারী ব্যবস্থাপক (সাধারণ): ০৩টি
  • জুনিয়র অফিসার (অডিও ভিজুয়াল): ০১টি
  • জুনিয়র অফিসার (আইসিটি): ০১টি
  • জুনিয়র অফিসার (একাউন্টস এন্ড অডিট): ০১টি
  • জুনিয়র অফিসার (লজিস্টিক্স): ০১টি
  • জুনিয়র অফিসার (সাধারণ): ০৬টি

বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৫ তারিখে উপব্যবস্থাপক পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর এবং সহকারী ব্যবস্থাপক ও জুনিয়র অফিসার পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://smef.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১-১৫ নং ক্রমিকে উল্লিখিত সকল পদের জন্য আবেদন ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা (টেলিটক সার্ভিস চার্জ সহ) জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদন শুরু হবে ৩১ জুলাই ২০২৫ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদন শেষ হবে ৩১ আগস্ট ২০২৫ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য: নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারী টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট smef.gov.bd এ জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ