দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)-এর ৬ষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি ও সময়সূচী প্রকাশ করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংক সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এই বিজ্ঞপ্তিটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীদের অনলাইনে ফরম দাখিল করতে হবে। অনলাইনে ফরম দাখিল ১৬ জুলাই ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে ৩১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। উক্ত তারিখের পর কোনো আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা হবে না।
পরীক্ষা ফি:
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় জেএআইবিবি (JAIBB) এবং ডিএআইবিবি (DAIBB) পর্বের নতুন ও পুরাতন সকল পরীক্ষার্থীর জন্য পরীক্ষা ফি প্রতি বিষয়ে ৩০০.০০ (তিনশত) টাকা। এছাড়াও, ৫ম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা থেকে প্রতি পরীক্ষায় ৩০০.০০ টাকা ফিক্সড কস্ট নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফিস সোনালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক (DBBL), রকেট (Rocket) ও বিকাশ (bKash) এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
পরীক্ষা আগামী ১১, ১৮ এবং ২৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র: বিভাগীয় সদরে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা তাদের সুবিধার্থে যেকোনো বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্র নির্বাচন করতে পারবেন।
পরীক্ষার সময়: সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত এবং দুপুর ২:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ