সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরাধীন ১৬-২০ তম গ্রেডের ০৬ ক্যাটাগরির মোট ২৬টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে।

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট (www.rhdc.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি অথবা ডাকযোগে আগামী ২১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে।

আবেদন ফি বাবদ ক্রমিক নং-০১ পদের জন্য ৪০০/- (চারশত) টাকা এবং ক্রমিক নং-০২ থেকে ০৬ পর্যন্ত পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা মাননীয় চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটির নামীয় সোনালী ব্যাংক পিএলসি, নিউ কোর্ট বিল্ডিং শাখা, রাঙামাটির চলতি হিসাব নং-৫৪১৯২৪০০০০৪৭২ তে জমা দিয়ে মূল জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। যারা ইতোপূর্বে আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট আবেদন অযোগ্য হওয়ার কারণে পুনরায় আবেদন করার ক্ষেত্রে তাদের পূর্বের দেওয়া জমা স্লিপের ফটোকপি সংযুক্ত করতে পারবেন।

লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে প্রবেশপত্র, নোটিশ বোর্ড এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে (www.rhdc.gov.bd) জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ