সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ISO 9001:2015 সনদপ্রাপ্ত দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট্রিজ ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।

অন্যান্য যোগ্যতা ও প্রয়োজনীয়তা:

  • সর্বোচ্চ বয়স ৩২ বছর
  • বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • দেশের যেকোনো স্থানে কাজ করার এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

মূল দায়িত্ব ও কর্তব্য:

  • দোকান থেকে পণ্যের অর্ডার গ্রহণ করা এবং সে অনুযায়ী দোকানে পণ্য সরবরাহ নিশ্চিত করা।
  • নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • পরিবেশকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

কর্মসংস্থানের অবস্থা: ফুল টাইম।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

আবেদনের শেষ তারিখ: ০৮ আগস্ট ২০২৫।

আবেদন প্রক্রিয়া (ওয়াক-ইন-ইন্টারভিউ):

আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্যালকুলেটর ও জীবনবৃত্তান্ত সহ ০৮ আগস্ট ২০২৫ তারিখ সকাল ৮:৩০-এর মধ্যে নিম্নোক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে:

পরীক্ষার স্থান:স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড স্যামসন সেন্টার ৪৩ সাউথ এভিনিউ, রোড-১২৬ প্লট-সিইএস (জি) ৫এ, গুলশান-১ ঢাকা-১২১২।

বিশেষ দ্রষ্টব্য: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগসংক্রান্ত কোনো ধাপেই প্রার্থীর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করে না।