সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

বিরল পোরসভা কার্যালয়, দিনাজপুর।

নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এর মাধ্যমে বিরল পোরসভা, দিনাজপুর এর বিভিন্ন শাখায় নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।

ক্রমিক নম্বরপদের নামপদ সংখ্যাবেতন ও বেতনক্রমবয়সশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ
০১হিসাব রক্ষক০১১১,০০০-২৬,৫৯০/-১৮-৩২ বছরস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী। হিসাবরক্ষণ কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
০২নির্মাণ সহকারী কাম মুদ্রা/মুদ্রাঙ্কন০১৯,৩০০-২২,৪৯০/-১৮-৩২ বছরউচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে। পরিভাষা কর্মসূচী দ্রুত প্রোগ্রেস ও অভিজ্ঞতা সম্পন্ন সংশ্লিষ্ট বিষয়সমূহে। তবে এই পদসহ অন্য কাজও করতে হবে।
০৩বিদ্যুৎ মিস্ত্রি০১৯,৩০০-২২,৪৯০/-১৮-৩২ বছরউচ্চ মাধ্যমিক/সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ বিদ্যুৎ মিস্ত্রির সি-সেশন লাইসেন্সধারী হতে হবে।
০৪ট্রাক/ট্রাক্টর চালক০১৯,৩০০-২২,৪৯০/-১৮-৩২ বছর৮ম শ্রেণী পাসসহ যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
০৫এমএলএসএস০১৮,২৫০-২০,০১০/-১৮-৩২ বছর৮ম শ্রেণী পাস।


শর্তাবলী:

১. আবেদনকারীকে নাম, পিতা/স্বামী’র নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয় পত্র নম্বর (NID)/জন্মনিবন্ধন নম্বর, যোগাযোগ, জন্ম তারিখ (১৪/০৮/২০২৫ খ্রি. তারিখে বয়স, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখপূর্বক আবেদনপত্র প্রশাসক, বিরল পোরসভা, দিনাজপুর এর অনুকূলে আগামী ১৪/০৮/২০২৫ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে রেজিস্টার ডাকযোগে প্রেরণ করতে হবে। 

২. আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ: ১৪/০৮/২০২৫ খ্রি.।

সূত্রঃ প্রথম আলো- ২৫-০৭-২০২৫ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ