ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ-এ নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে:

১. প্রভাষক, অর্থনীতি-১ জন

২. কাউন্সিলর/এডুলেসেন্ট সাইকোলজিস্ট-১ জন

৩. সহকারী শিক্ষক

  • পদ: গণিত/বিজ্ঞান-১ জন, সামাজিক বিজ্ঞান-১ জন, ইসলাম ও নৈতিক শিক্ষা-১ জন, সঙ্গীত-১ জন

৪.  সহকারী শিক্ষক আইসিটি-১ জন

৫. খণ্ডকালীন সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান-১ জন

৬. মাইক্রোবাস ড্রাইভার-১ জন

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:

প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বেতন, উৎসব ভাতা, বাড়ি ভাড়া, বাসস্থান সুবিধা, উৎসব ভাতা, পোশাক ভাতা, বৈশাখী ভাতা, শিক্ষা ভাতা, শ্রেণিশিক্ষক ভাতা, পরিবার নিরাপত্তা গ্রুপ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি সুবিধা, পরিবহন সুবিধা এবং অন্যান্য বেতন রিভিউ ভাতা/সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীগণকে ৫০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) “সোনালী ব্যাংক, ঘাটাইল ক্যান্টনমেন্ট শাখা”-এর অনুকূলে আগামী ১৫ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে ই-মেইল ঠিকানা gcpse91@gmail.com বরাবর পাঠাতে হবে।

(প্রভাষক পদের প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে)।