সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বিদেশস্থ বাংলাদেশ মিশনের বাণিজ্যিক উইংয়ে কমার্সিয়াল কাউন্সেলর পদে প্রেষণে কর্মকর্তা নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের নিকট থেকে আবেদন আহ্বান করেছে।

পদের নাম: কমার্শিয়াল কাউন্সেলর, বাণিজ্যিক উইং, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লসএঞ্জেলস, যুক্তরাষ্ট্র।

পদ সংখ্যা: ১টি।

আবেদনের যোগ্যতা: আবেদনকারীদের জাতীয় বেতন স্কেলের ৫ম গ্রেড প্রাপ্ত এবং ন্যূনতম ১০ (দশ) বছরের বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারভুক্ত কর্মকর্তা হতে হবে। বর্ণিত পদের জন্য শুধু সমবেতন স্কেলের কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন। যাদের সরকারি চাকরির অবশিষ্ট মেয়াদ আবেদন গ্রহণের শেষ তারিখ থেকে ৪ (চার) বছরের কম রয়েছে এবং যাদের ০১ জানুয়ারি ১৯৯২ তারিখের পর জন্মগ্রহণকারী সন্তানসহ দুইয়ের অধিক সন্তান রয়েছে, তারা আবেদনের যোগ্য হবেন না। যারা ইতোপূর্বে প্রেষণে বা সরকারি পদে বিদেশে চাকরি করেছেন, তারা চাকরি শেষে দেশে প্রত্যাবর্তনের ৩ (তিন) বছরের মধ্যে আবেদন করতে পারবেন না।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী কর্মকর্তাগণকে নিজ মন্ত্রণালয়/বিভাগের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে (অগ্রায়নপত্রসহ) সংযুক্ত 'জীবন বৃত্তান্ত ছক' পূরণপূর্বক সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি ও পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সদ্য তোলা সত্যায়িত রঙ্গিন ছবিসহ সচিব, বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে উপসচিব, রপ্তানি-৩ শাখা, বাণিজ্য মন্ত্রণালয় (ভবন ৩, দ্বিতীয় তলা, কক্ষ ১২৬) এর নিকট পৌঁছাতে হবে। পূরণকৃত 'জীবনবৃত্তান্ত ছক'-এর সফট কপি মাইক্রোসফট ওয়ার্ড-এ ‘নিকস’ ফন্টে প্রদত্ত ই-মেইলে প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ