সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (GSTU) সম্প্রতি প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও সংখ্যা:

  • প্রভাষক (গ্রেড-৯): মোট ৩৩টি পদ। বিভাগসমূহ: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (০১), আ্যপ্লায়েড কেমিস্ট্রি আ্যন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (০১), সিভিল ইঞ্জিনিয়ারিং (০১), ফুড ইঞ্জিনিয়ারিং (০১), আর্কিটেকচার (০২), গণিত (০১), পরিসংখ্যান (০৩), রসায়ন (০১), পদার্থবিজ্ঞান (০৩), পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (০২), প্রাণরসায়ন ও আণবিক জীববিদ্যা (০১), জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি (০২), ফিশারিজ আ্যন্ড মেরিন বায়োসায়েন্সেস (০১), মার্কেটিং (০১), হসপিটালিটি (০২), অর্থনীতি (০১), আন্তর্জাতিক সম্পর্ক (০২), মনোবিজ্ঞান (০২), এনিম্যাল সায়েন্স আ্যন্ড ভেটেরিনারি মেডিসিন (০৬)।
  • সহকারী অধ্যাপক: মোট ০৪টি পদ। বিভাগসমূহ: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (০১), গণিত (০১), উদ্ভিদবিজ্ঞান (০১), মার্কেটিং (০১)।

বয়সসীমা:

  • স্নাতকোত্তর ডিগ্রীধারীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর।
  • এমফিল ডিগ্রীধারীদের জন্য সর্বোচ্চ ৩৪ বছর।
  • পিএইচডি ডিগ্রিধারীদের জন্য সর্বোচ্চ ৩৬ বছর।
  • সরকারি/স্বায়ত্তশাসিত/সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত এবং অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
  • আবেদনপত্র জমাদানের শেষ তারিখে বয়স গণনা করা হবে।

আবেদনের প্রক্রিয়া:

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.gstu.edu.bd থেকে সংগ্রহ করা যাবে।

আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা অগ্রণী ব্যাংক লিঃ এর যেকোনো অনলাইন শাখা হতে সঞ্চয়ী হিসাব নং ০০২০০০০৩১৫২৩৭২, রেজিস্ট্রার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি), গোপালগঞ্জ এই হিসাবে জমা দিতে হবে। জমা ভাউচারের মূল অংশ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রের ১০ (দশ) সেট কপি শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রানসক্রিপ্ট/মার্কশীট, প্রকাশিত প্রবন্ধের ফটোকপি (যদি থাকে), অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে), জাতীয়তার সনদ ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপিসহ জমা দিতে হবে। খামের উপর অবশ্যই বিভাগ/দপ্তরের নাম ও পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আবেদনপত্র রেজিস্ট্রার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর অনুকূলে ১৩ আগস্ট ২০২৫, বিকাল ০৫:০০টার মধ্যে পৌঁছাতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ