সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর

বিএইউএসটি, সৈয়দপুর নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করছে:

পদসমূহ এবং প্রয়োজনীয় বিভাগ/বিষয়:

১.  প্রফেসর* বিভাগ/বিষয়: ইইই, এমই এবং সিই

২.  অ্যাসোসিয়েট প্রফেসর* বিভাগ/বিষয়: ইইই, এমই, আইপিই এবং সিই

৩.  অ্যাসিস্ট্যান্ট প্রফেসর* বিভাগ/বিষয়: সিএসই, আইসিটি, আইপিই এবং সিই

৪.  লেকচারার* বিভাগ/বিষয়: সিএসই, আইসিটি, ইইই, এমই, আইপিই, ইংরেজি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স ও ম্যানেজমেন্ট), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) এবং আর্টস অ্যান্ড সাইন্স (কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স)

৫.  আইটি অফিসার* বিভাগ/অফিস: সি অফ ই (আইটি ও রেকর্ডস সেকশন)

৬.  বাস/কোস্টার ড্রাইভার (ভারী ও হালকা যানবাহন)* বিভাগ/অফিস: রেজিস্ট্রার (প্রশাসনিক শাখা)

বিশেষ দ্রষ্টব্য:

  • বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.baust.edu.bd ভিজিট করুন।
  • কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স-এর পদগুলো এসওপি (Standard Operating Procedure) অনুযায়ী নিয়মিত হতে পারে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের বিএইউএসটি-এর নির্ধারিত আবেদন ফরম (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে) পূরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনের সাথে নিম্নলিখিত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে:

  • ১০০০০/- টাকা: ক্রমিক নং ১-৩ পদের জন্য (প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর)।
  • ৫০০/- টাকা: ক্রমিক নং ৪-৫ পদের জন্য (লেকচারার, আইটি অফিসার)।
  • ৩০০/- টাকা: ক্রমিক নং ৬ পদের জন্য (বাস/কোস্টার ড্রাইভার)।

ব্যাংক ড্রাফট/পে-অর্ডারটি বিএইউএসটি, সৈয়দপুর-এর অনুকূলে হতে হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ:সকল কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২২ জুলাই ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার, বিএইউএসটি, সৈয়দপুর-এর কার্যালয়ে পৌঁছাতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:

  • শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ