সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক শাখায় যোগ্য জনবল নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ:

  • অধ্যাপক: ইংরেজি, ইইই, সিএসই, সিই, এমই, বিবিএ, ল', ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিসটিক্স, জিআরএস (বিভিন্ন অনুষদে)
  • সহযোগী অধ্যাপক: ইইই, সিএসই, সিই, এমই, বিবিএ, ল', ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিসটিক্স, জিআরএস (বিভিন্ন অনুষদে)
  • সহকারী অধ্যাপক: সিএসই, ল', ফিজিক্স, কেমিস্ট্রি, জিআরএস (বিভিন্ন অনুষদে)
  • প্রভাষক: সিএসই, সিই, বিবিএ, ল', ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিসটিক্স, জিআরএস (বিভিন্ন অনুষদে)
  •  আইটি অফিসার (প্রশাসনিক শাখা)
  • বাস/কোষ্টার ড্রাইভার (ভারী ও হালকা যানবাহন) (রেজিস্ট্রার প্রশাসনিক শাখা)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদের জন্য পদ ও বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/মাস্টার্স/স্নাতক ডিগ্রি এবং শিক্ষাদান/গবেষণা/প্রকাশনার অভিজ্ঞতা প্রয়োজন।
  • সহকারী রেজিস্ট্রার/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সহকারী লাইব্রেরিয়ান/সহকারী হিসাব রক্ষক/আইটি অফিসার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স/স্নাতক (সম্মান) ডিগ্রি ও অভিজ্ঞতা প্রয়োজন।
  • বাস/কোষ্টার ড্রাইভার পদের জন্য ৮ম শ্রেণী পাশ এবং ভারী/হালকা যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্সসহ বাস/মাইক্রোবাস চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

  • অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ৫০ বছর।
  • সহযোগী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর।
  • সহকারী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর।
  • প্রভাষক, সহকারী রেজিস্ট্রার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, সহকারী লাইব্রেরিয়ান, সহকারী হিসাব রক্ষক, আইটি অফিসার এবং বাস/কোষ্টার ড্রাইভার পদের জন্য সর্বোচ্চ ৩০ বছর।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.baust.edu.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। ফরম পূরণের পর নিম্নলিখিত ফি প্রদান করতে হবে (পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আকারে, 'BAUST, Saidpur'-এর অনুকূলে):

  • ক্রমিক ১-৩ নং পদের জন্য: ১,০০০/- টাকা
  • ক্রমিক ৪-৫ নং পদের জন্য: ৫০০/- টাকা
  • ক্রমিক ৬ নং পদের জন্য: ৩০০/- টাকা

পূরণকৃত আবেদন ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২২ জুলাই ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, সৈয়দপুর সেনানিবাস, সৈয়দপুর, নীলফামারী ঠিকানায় পাঠাতে হবে।

কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

আবেদনের শেষ তারিখ: ২২ জুলাই ২০২৫।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ