বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা এর মাধ্যমে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের নিয়ন্ত্রণাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে সার্টিফিকেট সহকারী শূন্যপদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

গত ০৪ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ০৫ জুলাই ২০২৫ তারিখে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিদ্যমান নীতিমালা অনুসরণপূর্বক ৪ (চার) জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের সন্তুষ্টি সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

জেলা প্রশাসক, শরীয়তপুর অনতিবিলম্বে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করবেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ