সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) তাদের বিভিন্ন প্রশাসনিক, প্রকৌশল এবং তত্ত্বাবধায়ক পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে মোট ২৫টি পদ রয়েছে।

পদের সংখ্যা ও বিস্তারিত:

  • প্রধান প্রকৌশলী - ০১টি
  • প্রধান খামার তত্ত্বাবধায়ক - ০১টি
  • অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন) - ০১টি
  • অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক - ০১টি
  • এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) - ০১টি
  • এডিশনাল ডাইরেক্টর (পরিকল্পনা ও উন্নয়ন) - ০১টি
  • পরিচালক, ক্রীড়া প্রশিক্ষণ - ০১টি
  • ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন)-১ - ০১টি
  • ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন)-২ - ০১টি
  • ডেপুটি ট্রেজারার - ০১টি
  • ডেপুটি লাইব্রেরিয়ান (সংগ্রহ, পদ্ধতিকরণ ও বাঁধাই) - ০১টি
  • ডেপুটি লাইব্রেরিয়ান (রিডার্স সার্ভিস, শ্রাব্য দার্শন ও ডকুমেন্টশন) - ০১টি
  • উপ-পরিচালক (অডিট) - ০১টি
  • উপ-পরিচালক (সংস্থাপন শাখা) - ০১টি
  • উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন শাখা) - ০১টি
  • নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) - ০১টি
  • নির্বাহী প্রকৌশলী (পানি সরবরাহ, গ্যাস, পয়ঃপ্রণালী ও সেনিটেশন) - ০১টি
  • সিনিয়র সহকারী রেজিস্ট্রার/খামার তত্ত্বাবধায়ক (পরিষদ বিভাগ) - ০১টি
  • সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ ও নির্দেশনা) - ০১টি
  • সহকারী পরিচালক, ক্রীড়া প্রশিক্ষণ - ০২টি
  • সহকারী রেজিস্ট্রার (সংস্থাপন শাখা) - ০১টি
  • সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন শাখা) - ০১টি
  • সহকারী রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি) - ০১টি
  • সহকারী পরিচালক (উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি) - ০১টি
  • সহকারী প্রকৌশলী - ০১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রতিটি পদের জন্য সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

বয়সসীমা: পদ অনুযায়ী সর্বনিম্ন ৩২ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্দিষ্ট পদের জন্য বয়স সংক্রান্ত শর্তাবলী জানতে মূল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সফলভাবে আবেদন ও কাগজপত্র আপলোডের পর স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন অনলাইন অ্যাপ্লিকেশন ফরমের ০৭ (সাত) সেট প্রিন্ট করে প্রয়োজনীয় সকল কাগজপত্রের ফটোকপিসহ ডাকযোগে অথবা সরাসরি নিম্নস্বাক্ষরকারীর অফিসে পৌঁছাতে হবে। অনলাইনে আবেদন ফি বাবদ ২০০/- টাকা (অফেরতযোগ্য) প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো ২২ জুলাই ২০২৫। হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জুলাই ২০২৫

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ