সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

আমরা নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড, একটি জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগের ফার্মাসিউটিক্যাল কোম্পানি। নিপ্রো কর্পোরেশন, জাপান-এর নির্দেশনায় আমরা আমাদের দেশের স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি যে, মেধাবী মানুষই আমাদের প্রধান সম্পদ এবং এই শিল্পের অগ্রগতির মূল ভিত্তি। আমরা আমাদের কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।

বর্তমানে, আমরা আমাদের বিপণন দলের জন্য কিছু সংখ্যক "মেডিকেল ইনফরমেশন অফিসার" পদে নতুন ও গতিশীল প্রার্থী খুঁজছি।

মূল দায়িত্বসমূহ:

  • চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে বৈজ্ঞানিক তথ্য আদান-প্রদান।
  • বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কেমিস্টদের দোকান থেকে অর্ডার সংগ্রহ করা।

প্রার্থীদের যা থাকতে হবে:

  • যেকোনো বিষয়ে মাস্টার্স/ব্যাচেলর ডিগ্রি (এইচএসসি স্তর পর্যন্ত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)।
  • বয়স সর্বোচ্চ ৩২ বছর।
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা।

সুবিধাসমূহ:

  • আকর্ষণীয় বেতন (শিল্প গড়ের উপরে)
  • টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা)
  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
  • পারফরমেন্স ইনসেনটিভ
  • গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স
  • অর্জিত ছুটি নগদীকরণ (Leave Encashment)
  • উৎসব বোনাস
  • প্রফিট বোনাস
  • বৈদেশিক ভ্রমণের সুযোগ
  • পিতা-মাতার যত্ন ভাতা (Parents Care Allowance)
  • মোটরসাইকেল সুবিধা
  • অন্যান্য আর্থিক সুবিধা

সাক্ষাৎকার (Walk-in-Interview):

আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সহ আমাদের কর্পোরেট অফিসে সরাসরি সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে:

  • সম্পূর্ণ জীবনবৃত্তান্ত সহ হাতে লেখা আবেদনপত্র।
  • সম্প্রতি তোলা ০৩ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্র এবং সকল একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি।
  • মূল একাডেমিক সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র (যাচাইকরণের জন্য)।

সাক্ষাৎকারের তারিখ ও সময়:

১২ ও ১৩ জুলাই ২০২৫

সকাল ১০:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত

১৪ জুলাই ২০২৫ থেকে নির্বাচিত প্রার্থীদের কর্পোরেট অফিসে প্রশিক্ষণ কর্মসূচীর জন্য থাকতে হবে।

কর্পোরেট অফিস:

ইউনিক হাইটস, লেভেল ৬,

১১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, রমনা, ঢাকা-১২১৭

যোগাযোগ:

টেলিফোন: ০২-৫৫১৩৮৭২৬-৩

ফ্যাক্স: ০২-৫৫১৩৮৭২৫

আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করছি!

নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড