সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

ক্যারিয়ারের সুযোগ: ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথালমোলজি (ICO)

ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথালমোলজি (ICO) নিম্নলিখিত পদসমূহের জন্য যোগ্য প্রার্থী খুঁজছে:

১. অ্যাসোসিয়েট প্রফেসর:

  • শিক্ষাগত যোগ্যতা: FCPS/ FRCS/ MD/MS অথবা সমমানের ডিগ্রি।
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
  • জার্নাল/আর্টিকেল: ন্যূনতম ৩টি প্রাথমিক প্রকাশনা।

২. লেকচারার:

  • শিক্ষাগত যোগ্যতা: অপটোমেট্রিতে ৪ বছরের ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি সহ ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা অপটোমেট্রিতে মাস্টার্স ডিগ্রি সহ ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

৩. অফিস অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস):

  • কাজের ধরণ: পূর্ণকালীন।
  • শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান অথবা ফাইন্যান্সে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে (কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়)।
  • অভিজ্ঞতার প্রয়োজনীয়তা: একটি স্বীকৃত প্রতিষ্ঠানে কমপক্ষে ২ থেকে ৩ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা।
  • কাজের প্রয়োজনীয়তা:
    • এমএস অফিস অ্যাপ্লিকেশনে, বিশেষ করে এমএস এক্সেল এবং এমএস ওয়ার্ডে দক্ষ হতে হবে।
    • বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই সুন্দর হাতের লেখা থাকতে হবে।
  • কাজের দায়িত্ব:
    • আর্থিক লেনদেনের সঠিক রেকর্ড বজায় রাখা।
    • হিসাব সংক্রান্ত কার্যক্রমে ডেটা এন্ট্রির কাজ সম্পাদন করা।
    • আর্থিক প্রতিবেদন, ভাউচার এবং ডকুমেন্টেশন প্রস্তুতিতে সহায়তা করা।
  • বয়স সীমা: আবেদনের শেষ তারিখ পর্যন্ত ৩০ বছরের বেশি নয়।
  • পারিশ্রমিক: প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী।

আবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, বিস্তারিত জীবনবৃত্তান্ত, সনদের কপি, জাতীয় পরিচয়পত্র এবং দুটি পাসপোর্ট আকারের সাম্প্রতিক রঙিন ছবি নিম্নলিখিত ঠিকানায় ১৮/০৭/২০২৫ তারিখের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে:

পরিচালকইনস্টিটিউট অফ কমিউনিটি অপথালমোলজি চট্টগ্রাম আই হসপিটাল এন্ড ট্রেনিং কমপ্লেক্স ক্যাম্পাস পাহাড়তলী, চট্টগ্রাম-৪২০২, বাংলাদেশ। ই-মেইল: career@icoedu.org

সূত্রঃ কালের কণ্ঠ- ০৪-০৭-২০২৫ তারিখ

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ