বর্ডার গার্ড বাংলাদেশ এর সম্প্রতি ২২ টি পদে মোট ১৬৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০৪-০৭-২০২৫ থেকে । আবেদন করা যাবে ১৩-০৭-২০২৫ পর্যন্ত।
পদের ও পদসংখ্যা
১। ইমাম/আরটি (পুরুষ)-০৩
২। সহকারী লাইব্রেরিয়ান-০১
৩। অফিস সহকারী (পুরুষ)১৫
৪। ড্রাফটসম্যান (পুরুষ)-০৪
৫। কার্টেন্টার (পুরুষ)-০৩
৬। কমিউনিকেশন টেকনিশিয়ান (পুরুষ)-১৮
৭। সহকারী স্টোর কিপার (পুরুষ)-০১
৮। সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)-০৫
৯। সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)-০১
১০। ইলেকট্রেশিয়ান (পুরুষ)-০২
১১। মিডওয়াইফ (মহিলা)-০২
১২। বয়লার অপারেটর (পুরুষ)-০১
১৩। টেইলর (পুরুষ)-০২
১৪। বুটমেকার (পুরুষ)-০১
১৫। লস্কর (পুরুষ)-০৬
১৬। আয়া (মহিলা)-০২
১৭। ফাউলকিপার (পুরুষ)-০১
১৮। বাবুর্চি (পুরুষ)-৫৫
১৯। সহকারী বাবুর্চি (পুরুষ)-০২
২০। অফিস সহায়ক (পুরষ)-০৭
২১। মালী (পুরুষ)-০৭
২২। পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)-২৬
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১৩-০৭-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (https://joinborderguard.bgb.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১৪-০৮-২০২৩ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: