সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

ক্যারিয়ারের সুবর্ণ সুযোগ: ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ

(ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এর একটি প্রতিষ্ঠান) মসজিদ বারি সারাক, ঝিলটুলি, ফরিদপুর-৭৮০০

ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল নিম্নলিখিত পদগুলোর জন্য উপযুক্ত ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে:

পদসমূহ, বিভাগ, যোগ্যতা ও অভিজ্ঞতা:

SL No
পদের নাম
বিভাগ
যোগ্যতা/অভিজ্ঞতা
1
প্রফেসর
প্যাথলজি, মেডিসিন, কার্ডিওলজি
বিএম অ্যান্ড ডিসি স্বীকৃত স্নাতকোত্তর ডিগ্রি সহ এমবিবিএস।
2
অ্যাসোসিয়েট প্রফেসর
ফার্মাকোলজি, প্যাথলজি, মেডিসিন, কার্ডিওলজি, অফথালমোলজি
অভিজ্ঞতা এবং প্রকাশনা সরকারি নিয়ম অনুযায়ী থাকতে হবে।
3
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
প্যাথলজি, মেডিসিন, স্কিন ও ভিডি, কার্ডিওলজি, অফথালমোলজি
বিএম অ্যান্ড ডিসি।
4
লেকচারার
অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি
এমবিবিএস ডিগ্রি সহ বিএম অ্যান্ড ডিসি রেজিস্ট্রেশন।
5
ডেপুটি ডিরেক্টর (হাসপাতাল)
হসপিটাল ম্যানেজমেন্টে এমপিএইচ সহ ১০ (দশ) বছরের অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে।

6
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (হাসপাতাল)
হসপিটাল ম্যানেজমেন্টে এমপিএইচ।

7
কাউন্সিলর/সাইকোলজিস্ট
সাইকোলজি/ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স সহ অনার্স ডিগ্রি।

8
এইচআর ম্যানেজার
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্টে এমবিএ/বিবিএ। ইংরেজি বলা ও লেখায় পারদর্শী হতে হবে।

9
স্ট্যাটিস্টিসিয়ান
পরিসংখ্যান এবং ডেটা বিশ্লেষণে এসপিএসএস (SPSS) এ দক্ষতা।

10
ফরেন ডেস্ক এক্সিকিউটিভ
ইংরেজি/ম্যানেজমেন্টে মাস্টার্স সহ অনার্স ডিগ্রি বা এমবিএ। ইংরেজি বলা ও লেখায় পারদর্শী হতে হবে।

11
অফিস অ্যাসিস্ট্যান্ট
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি। কম্পিউটার (মাইক্রোসফট অফিস) দক্ষ হতে হবে।

12
নেটওয়ার্ক টেকনিশিয়ান
এইচএসসি পাস এবং নেটওয়ার্কিং প্রযুক্তিতে প্রশিক্ষণ থাকতে হবে। আইটি ও নেটওয়ার্কিং এ কমপক্ষে দুই (২) বছরের কাজের অভিজ্ঞতা।


শর্তাবলী:

  1. ১ থেকে ৪ নম্বরে উল্লিখিত পদসমূহের জন্য প্রার্থীদের বয়স সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
  2. আবেদনপত্রের সাথে সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি জমা দিতে হবে।
  3. ১ থেকে ৬ নম্বরে উল্লিখিত পদসমূহের জন্য বিএম অ্যান্ড ডিসি (BM&DC) রেজিস্ট্রেশন ও প্রকাশনার সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
  4. আকর্ষণীয় বেতন ও অন্যান্য ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
  5. আবেদনপত্র আগামী ৮ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

প্রিন্সিপাল ডায়াবেটিক 

অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, 

ফরিদপুর ফোন: +৮৮০ ১৭২২৭৩৮৮৩৭ 

ই-মেইল: damcf@yahoo.com