সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert
BEACON Pharmaceuticals PLC একটি দূরদর্শী কোম্পানি যা বিশ্বমানের মানদণ্ড পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। US-FDA, UK-MHRA, TGA Australia এবং WHO CGMP অনুমোদিত একমাত্র ডেডিকেটেড অনকোলজি প্ল্যান্ট নিয়ে কাজ করছে এবং ক্যানসার প্রতিরোধী ঔষধ উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কোম্পানির ক্রমাগত প্রবৃদ্ধি এবং আমাদের বর্তমান দলকে শক্তিশালী করার জন্য, আমরা স্মার্ট, উচ্চাকাঙ্ক্ষী, উদ্যমী, বুদ্ধিমান এবং নিবেদিত প্রার্থীদের Medical Information Officer (MIO) পদে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার (MIO)
ওয়াক-ইন-ইন্টারভিউ: আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নলিখিত ওয়াক-ইন-ইন্টারভিউ স্থানে একটি জীবনবৃত্তান্ত, এক কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিস্তারিত নিচেঃ