সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস-এর নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম এবং সংখ্যা:

  • সিনিয়র শিক্ষক (গণিত - বাংলা ভার্সন): ১ জন
  • সিনিয়র শিক্ষক (ইংরেজি - বাংলা ভার্সন): ১ জন
  • সিনিয়র শিক্ষক (বিজ্ঞান - বাংলা ভার্সন): ১ জন
  • সিনিয়র শিক্ষক (সামাজিক বিজ্ঞান - বাংলা ভার্সন): ১ জন
  • সিনিয়র শিক্ষক (বাংলা - ইংরেজি ভার্সন): ১ জন
  • সিনিয়র শিক্ষক (পদার্থবিজ্ঞান - ইংরেজি ভার্সন): ১ জন
  • সিনিয়র শিক্ষক (রসায়ন - ইংরেজি ভার্সন): ১ জন
  • সিনিয়র শিক্ষক (জীববিজ্ঞান - ইংরেজি ভার্সন): ১ জন
  • অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান-১: ১ জন
  • সিকিউরিটি গার্ড ইনচার্জ-১: ১ জন
  • বাবুর্চি-১: ১ জন 

দ্রষ্টব্য:

  • সিনিয়র শিক্ষক পদের জন্য কম্পিউটার শিক্ষায় ১ জন এবং ইংরেজি বিষয়ে ১ জন শিক্ষক প্রয়োজন।
  • শুধুমাত্র ইংরেজি ভার্সনের শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে।
  • বেতন ও অন্যান্য সুবিধা স্কুল/কলেজ নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদনের শর্তাবলী ও সময়সীমা:

১. আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে আগামী ১৮ জুলাই ২০২৪ তারিখ বিকাল ০২.০০ ঘটিকার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ২. আবেদনপত্র পূরণ এবং দাখিল করার জন্য, সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাসের ওয়েবসাইট: www.spscsavarcantt.edu.bd অথবা https://spscsavarcanttjobs.apply.ac এ ভিজিট করুন। ৩. আবেদন ফি: ৫০০/- (পাঁচশত) টাকা। এই ফি ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং (রকেট) অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা দিতে হবে। ৪. আবেদনের ক্ষেত্রে যেকোনো ধরনের Money Receipt গ্রহণযোগ্য হবে না। ৫. লিখিত পরীক্ষার তারিখ: ২৩ জুলাই ২০২৪ তারিখ সকাল ১০.০০ ঘটিকা। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। ৬. পরীক্ষার জন্য প্রবেশপত্র অনলাইনে পূরণ করা যাবে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে। ৭. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ৮. কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে-কোনো আবেদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। ৯. অসম্পূর্ণ ও ভুল তথ্যযুক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

অধ্যক্ষ ও সদস্য-সচিব সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস

নিস্তারিত নিচেঃ