চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্প্রতি ২২ টি পদে মোট ১২৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।পদগুলোর জন্য আবেদন করা যাবে ৩০-০৪-২০২৫ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১। সহকারী এষ্টেট অফিসার-০১
২। উপ-সহকারী প্রকৌশলী (পুর)-০৩
৩। ড্রাফটসম্যান-০৫
৪। ফোরম্যান-০৪
৫। প্রটোকল সহকারী-০১
৬। সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০১
৭। সার্ভয়ার-১১
৮। পরিদর্শক (মশক নিয়ন্ত্রণ)-১০
৯। ট্রেসার-০৬
১০। যানবাহন পরিদর্শক-০৬
১১। ওয়ার্ড সেক্রেটারি-২৩
১২। ক্রোকী অফিসার (ওয়ারেন্ট অফিসার)-১০
১৩। সহকারী কোষাধ্যাক্ষ-০১
১৪। পোদ্দার-০১
১৫। দলপতি-০৮
১৬। নথি সহকারী-০১
১৭। নথি রক্ষক-০২
১৮। নকলনবীশ-০১
১৯। ভান্ডার সহকারী-০১
২০। সহকারী ষ্টোর কিপার-০৬
২১। স্বাস্থ্য সহকারী-১৯
২২। বাজার পরিদর্শক-০২
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ৩০-০৪-২০২৫ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: