পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এর  সম্প্রতি ২৬ টি পদে মোট ৫৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১২-০৩-২০২৫ থেকে । আবেদন করা যাবে ১০-০৪-২০২৫ পর্যন্ত। 

পদের নাম ও পদসংখ্যা

১। উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-০১

২। উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-০১

৩। ফটোগ্রাফার-০১ 

৪। ইলেকট্রিশিয়ান-০১ 

৫। পশুপালন সহকারী-০১ 

৬। পোল্ট্রী এ্যাসিষ্ট্যান্ট-০১ 

৭। উদ্যান সহকারী-০১ 

৮। রিসার্চ ইনভেস্টিগেটর-০৩ 

৯। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৮

১০। হোস্টেল সহকারী-০১ 

১১। ক্যাফেটেরিয়া সহকারী-০১

১২। রিসিপ্ট এন্ড ডেচপাচ ক্লার্ক-০১

১৩। গাড়ীচালক-০২ 

১৪। কার্পেন্টার-০১

১৫। ট্রাক্টর ড্রাইভার-০১ 

১৬। ক্যাফেটেরিয়া এ্যাটেনডেন্ট-০২ 

১৭। হোস্টেল এ্যাটেনডেন্ট-০৪ 

১৮ ।মালী-০২ 

১৯। নিরাপত্তা প্রহরী-০৪

২০। ডিস ওয়াসার-কাম-ক্লিনার-০১ 

২১। বাবুর্চী সহকারী-০১ 

২২। চৌকিদার কাম-কুক-০১

২৩।  ক্যাটল কিপার-০১ 

২৪। পোল্ট্রি রিয়ারার-০১ 

২৫। অফিস সহায়ক-১১ 

২৬। ক্লাশরুম এ্যাটেনডেন্ট-০১ 


আবেদনেরযোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে । 


চাকরি আবেদনেরবয়স

প্রার্থীর বয়স ১২-০৩-২০২৫  তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে  


আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://rda.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১০-০৪-২০২৫ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন 

 


ঘরে বসেই সকল চাকরির আবেদন করুন Jobs Exam Alert এর মাধ্যমে

 


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: