চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্প্রতি রাজস্ব খাতের ১০ টি পদে মোট ৭৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০৫-০১-২০২৫ আবেদন করা যাবে ০৫-০২-২০২৫ পর্যন্ত। 

পদের নাম ও পদ সংখ্যা 

১। প্রকিউরমেন্ট অফিসার/ষ্টোর অফিসার-০২ 

২। হাইড্রোগ্রাফার-০১ 

৩। উপ-সহকারী প্রকৌশলী-১০ 

৪। নৌ-যান পরিদর্শক-০১ 

৫। ভিটিএসএস অপারেটর-০১ 

৬। আর আর ড্রাইভার-০১ 

৭। সহকারী স্যানিটারী পরিদর্শক-০১ 

৮। টিকাদানকারী-০১ 

৯। জুনিয়র ষ্টোরম্যান-০৪ 

১০। নিম্নমান বহিঃসহকারী-৫৭


আবেদনের যোগ্যতা 
আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।


আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://www.cpa.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ০৫-০২-২০২৫ তারিখ পর্যন্ত জমা দিতে  

পারবেন 




বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: