পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এর সম্প্রতি ০৬ টি পদে মোট ৪১৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১৪-১২-২০২৩ থেকে  আবেদন করা যাবে ০৪-০১-২০২৪ পর্যন্ত।

পদের নাম  পদসংখ্যা

১। Assistant Engineer-77 

২। Assistant Manager-09 

৩। Assistant Company Secretary-02

৪। Public Relation Officer-01 

৫। Assistant Manager-02 

৬। Sub Assistant Engineer-325 


আবেদনের যোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে 


চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ০৪-০১-২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে  তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২বছর ।


আবেদনের নিয়ম 
আগ্রহী প্রার্থীরা (http://pgcb.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ০৪-০১-২০২৪ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন 


ঘরে বসেই সকল চাকরির আবেদন করুন Jobs Exam Alert এর মাধ্যমে

 



বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: