বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্প্রতি ২৯ টি পদে মোট ১৪৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। পদগুলোর জন্য আবেদন করা যাবে ১২-১০-২০২৩ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১। সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০১
২। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-০১
৩। পেস্টিং সহকারী-০১
৪। প্রুফ রিডার-০১
৫। অফিস সহকারী-০১
৬। সিইউইং নিটিং এন্ড স্টিচিং ইন্সট্রাক্টর-০১
৭। আউট বোর্ড মটর ড্রাইভার-০৭
৮। ইলেকট্রিশিয়ান-০১
৯। বুট মেকার-০২
১০। মহিলা আনসার-৩০
১১। সিগন্যাল অপারেটর-০৭
১২। মেসন-০১
১৩। সূত্রধর-০১
১৪। পেইন্টার-০১
১৫। গার্ড সিপাহী-০৬
১৬। রেজিমেন্টাল পুলিশ-০৪
১৭। এমুনিশন এনসিও)_০১
১৮। কোয়ার্টার মাস্টার-০৩
১৯। ব্যন্ডস ম্যান-২৮
২০। মহিলা ব্যান্ড-১৮
২১। টেন্ডল-০৩
২২। এনসিও/ব্যারাক-০২
২৩। লস্কর-০১
২৪। অয়েলম্যান-০২
২৫। মালী-০৩
২৬। বাবুর্চি-০৪
২৭। পরিচ্ছন্নতা কর্মী-০২
২৮। নিরাপত্তা প্রহরী-০৪
২৯। অফিস সহায়ক-১৩
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ০১-০৯-২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২বছর ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (https://ansarvdp.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১২-১০-২০২৩ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: