বাংলা অংশ সমাধানঃ

১. যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালোমন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি”। চরণটি রচয়িতা কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

২. ”চিত্রা” রবীন্দ্রনাথের একটি? উত্তরঃ কাব্যগ্রন্থ

৩. বাংলা সাহিত্যে ”বীরবল” ছদ্মনাম কার? উত্তরঃ প্রমথ চৌধুরী

৪.  বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ? উত্তরঃ পদ্মরাগ

৫.  ”একুশে ফেব্রুয়ারি” কি ধরনের রচনা? উত্তরঃ কবিতা সংকলন

৬.  মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র- উত্তরঃ Stop genocide [প্রামাণ্য চিত্রকর জহির রায়হান]

৭. বাংলা ভাষার বয়স কত? উত্তরঃ প্রায় ১০০০ বছর

৮.  মানুষের ভাষাকে ”সাধু ভাষা” হিসেবে প্রথম অভিহিত করেন কে? উত্তরঃ রাজা রামমোহর রায়

৯.  ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়? উত্তরঃ সাধু ভাষারীতিতে

১০.  ব্যাকরণ এর প্রধান কাজ হচ্ছে? উত্তরঃ ভাষার বিশ্লেষণ

১১.  বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? উত্তরঃ চার্লস উইলকিন্স

১২.  ভাষার মৌলিক অংশ?  উত্তরঃ ধ্বনি, শব্দ, বাক্য

১৩.  ”লেক্সিকোগ্রাফি” কোন বিষয় নিয়ে আলোচনা করে? উত্তরঃ অভিধান তত্ত্ব

১৪. ” ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট”। এ ”ইট”কে বাংলা ভাষায় কি বলে? উত্তরঃ বর্ণ

১৫.  অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? উত্তরঃ ১ টি

১৬.  শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ আকৃষ্ট

১৭.  ”ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ? উত্তরঃ ক্ষুধা + ঋত

১৮.  ”লোকে বলে”- উক্তিটির তাৎপর্য কোনটি? উত্তরঃ সাধারণ লোক বলে

১৯.  ”বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু”। বাক্যটিতে ”চিনিপাতা” কোন কারক? উত্তরঃ করণ কারক

২০.  ”যে বহু বিষয় জানে”- এক কথায় কি বলে? উত্তরঃ সঠিক উত্তর নাই, তবে উত্তর সর্বজ্ঞ উত্তর নিতে পারেন প্রশ্নকর্তা।

ইংরেজি অংশ সমাধানঃ

২১. All my hopes- উত্তরঃ were nipped in the bud.

২২. Did you use to ----with dolls? উত্তরঃ play

২৩. When I ----money, I will buy a book. উত্তরঃ get

২৪. I don’t feel like-----. উত্তরঃ talk to you.

২৫.  All the books have been sold, there -----left. উত্তরঃ is none

২৬. The cat on the mat is fat. The underlined is-- উত্তরঃ Noun phrase

২৭. “ I know who he is”- This is an example of - উত্তরঃ Complex Sentence

২৮. “ চোরে চোরে মাসতুতো ভাই” এর সঠিক Translation:  উত্তরঃ Birds of a feather flock together.

২৯. “ চাঁদেরও কলঙ্ক আছে” - Translate it. উত্তরঃ There are lees to every wine.

৩০. Synonym of `Deplorable’ is- উত্তরঃ Miserable

৩১. The synonym of `Panacea’ is- উত্তরঃ Cure all

৩২. The antonym of the word `prodigal’ is- উত্তরঃ Thrifty

৩৩. The antonym of the word `zenith’ is- উত্তরঃ lowest point

৩৪. The adjective of the word `Sea’ is - উত্তরঃ Marine

৩৫. Verb of `Master’ is- উত্তরঃ Master

৩৬. Choose the correctly spelt word: উত্তরঃ Etiquette  

৩৭. The expression `Voir Dire’ means- উত্তরঃ: evidence of the witness

৩৮. Who of the following is not a novelist? উত্তরঃ William Blake

৩৯. Who wrote the book `The Waste land’? উত্তরঃ T.S Eliot

৪০. The Novel prize of Literature in 2019 is awarded to- উত্তরঃ Petter Handke

গণিত অংশ সমাধানঃ

৪১. কোন একটি নির্দিষ্ট সংখ্যা ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চারগুণকে ১১ দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? উত্তরঃ ১

৪২. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কি? উত্তরঃ ১০ : ৬

৪৩. ^3√3 √x^3 =?  উত্তরঃ x^1/3

৪৪. ৫ সে:মি: ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে:মি: দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে:মি:? উত্তরঃ ৮

৪৫.একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ৮০ মিটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১০% বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত বাড়বে? উত্তরঃ ২১

৪৬. প্রতি ডজন কলা ৪৮ টাকায় কিনে ৫০ টাকায় কয়টি কলা বিক্রি করলে ২৫% লাভ হয়? উত্তরঃ ১০

৪৭.  বার্ষিক ১২.৫% সরল সুদে কত বছরে সুদ আসলের সমান হবে? উত্তরঃ ৮

৪৮. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার ২৫ শতাংশের উপর  অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ? উত্তরঃ ১৬

৪৯.  একটি ত্রিভুজের ২টি কোণের অনুপাত ৩ঃ৫। তৃতীয় কোনটি ৫২ ডিগ্রী হলে ছোট কোন পরিমাণ কত? উত্তরঃ ৪৮ ডিগ্রি

৫০.  ১২ বছর আগে জন ও  পিয়ার বয়সের অনুপাত ছিল ৪ঃ৫। ১২ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮ঃ৯। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? উত্তরঃ ৮ : ৯

৫১. x3+x2y, x2y+xy3 এর ল.সা.গু কোনটি? উত্তরঃ  x²y (x + y)

৫২. 3x2- x-10 এর একটি উৎপাদক x+2 হলে অপরটি কত? উত্তরঃ 3x -  5

৫৩. ১/২, ৩/৪, ৫/৬, ৫/১২ এর গড় কত? উ: ৫/৮

৫৪.  কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে। উত্তরঃ ৩৬০ ডিগ্রি

৫৫. ২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, কর্মী সংখ্যা ৬০ শতাংশ কমে যাওয়ায় কাজটি শেষ করতে কত গুণ বেশি সময় লাগবে? উত্তরঃ ২.৫০

৫৬.  একটি সৈন্যদলকে ৮,১০,১২ সারিতে সাজানো যায়। আবার তাদেরকে বর্গাকারে সাজানো যায়।ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল? উত্তরঃ ৩৬০০

৫৭. ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? উত্তরঃ ৬

৫৮.  কোন একটি রম্বসের একটি বাহু ও  একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13cm ও 24cm। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? উত্তরঃ ১০

৫৯. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? উত্তরঃ ১

৬০. ১,৭,১৩,১৯…..তালিকার পরবর্তী সংখ্যাটি কত? উত্তরঃ ২৫

সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশ সমাধানঃ

৬১. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে মন্ত্রিসভার সদস্য হয়? উত্তরঃ ৩৪

৬২. মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তরঃ ১০

৬৩. রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাষ্কর্যটির শিল্পী কে? উত্তরঃ মৃণাল হক

৬৪. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ সঞ্চয় ভট্রাচার্য

৬৫. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ করতোয়া

৬৬. জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে? উত্তরঃ লুই আই কান

৬৭. স্বাধীনতালগ্নে বাংলাদেশের জেলা কতটি? উত্তরঃ ১৯টি

৬৮. সরকার রাষ্ট্র গঠনের কততম  উপাদান?উত্তরঃ ৩য়

৬৯. সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়? উত্তরঃ পাগ-মার্গ

৭০.  সম্রাট জাহাঙ্গীরের দরবারে ১ম ইংরেজ দূত কে?  উত্তরঃ ক্যাপ্টেন হকিন্স

৭১. ঢাকার “ধোলাই খাল” কে খনন করেন?  উত্তরঃ ইসলাম খান

৭২. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? উত্তরঃ ৪১ নং

৭৩.  কোনটি মাইক্রো মৌল নয়? উত্তরঃ NA [সোডিয়াম]  

৭৪.  শনির উপগ্রহ কয়টি? উত্তরঃ ৮২

৭৫. ১০০ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়? উত্তরঃ ৩৬০০০০ জুল

৭৬. Programme এর ব্যাকরণগত ভুল কি? উত্তরঃ Syntax error

৭৭. SIM - এর পূর্ণরূপ কি?  উত্তরঃ Subscribers Identity Module

৭৮.  ”রোসাটম” কোন দেশের জাতীয় বিমান সংস্থা? উত্তরঃ রাশিয়ার

৭৯.  ওয়াটারলু যুদ্ধ হয় কোন সালে? উত্তরঃ ১৮১৫ [বেলজিয়ামে]

৮০. বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক? উত্তরঃ অস্ট্রেলিয়া