বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নামে বিভিন্ন নিয়োগ স্থগিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে একটি ভুয়া চিঠি পাঠানো হয়েছে। পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ওই চিঠি সম্পূর্ণ ভুয়া। এটির কোনো ভিত্তি নেই।
পিএসসি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে পিএসসি ওই ভুয়া চিঠির বিষয়ে জানতে পারে। পিএসসির প্যাডে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার কারণে সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরের শূন্য পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ওই চিঠি সম্পূর্ণ ভুয়া। এটির কোনো ভিত্তি নেই। আমরা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই নি। মানুষকে বিভ্রান্ত করতেই এ ধরনের চিঠি দেওয়া হয়েছে। এ চিঠির কোনো বৈধতা নেই। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হচ্ছে।