২৮১ পদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

সেটঃ B  

গণিত অংশ সমাধানঃ

১. ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩ ঐ মিশ্রণে কী পরিমান পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?

উত্তরঃ ৪০ লিটার

২. ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? উত্তরঃ ৮

৩.  x + y + z = 16, x – y =Z হলে x =? উত্তরঃ 8

৪. একজন দোকানদার ১৬টি কলা বিক্রি করে যে লােকসান করলাে তা ৪টি কলার বিক্রয়মূল্যের সমান। ঐ দোকানদারের শতকরা কত লােকসান হলাে? উত্তরঃ ২০%

৫. নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তরঃ ৪৩

৬. ১৫.৬ এর ৮% কত? উত্তরঃ ১.২৪৮

৭. ময়ুর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের মােট পায়ের সংখ্যা ২০০। কয়টি ময়ুর আছে? উত্তরঃ ৬০

৮. একটি রাস্তায় ১০০ মিটার অন্তর গাছ লাগানাে হলাে। প্রথম গাছ ও শেষ গাছের মধ্য দূরত্ব ২ কিমি হলে রাস্তায় মােট কতটি গাছ লাগানাে হলাে? উত্তরঃ ২১

৯. এক-দশমাংশ, এক-শতাংশ এবং এক-সহস্রাংশ এর গড় হবে? উত্তরঃ ০.০৩৭  

১০. ১+৫+৯+... ... ... ... ... +১৬১=? উত্তরঃ ৩৩২১

১১. অর্নি ও তার জমষ দুইবােনের বয়সের সমষ্টি ২৩ বছর। জম বােনদের প্রত্যেকের বয়স ৬ বছর হলে অর্নির বয়স কত? উত্তরঃ ১১

১২. ০.১% কে দশমিকে প্রকাশ করুন।  উত্তরঃ .০০১

১৩. x২ – 7x + 6 = 0 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? উত্তরঃ (x -1) (x-6)

১৪. a + b = 6, a – b = 4 হলে a.b এর মান কত? উত্তরঃ 5

১৫. x + 2y = 8, 2x + y = 7 সমীকরণের সমাধান কোনটি? উত্তরঃ 2,3

১৬. কোন ভগ্নাংশের লবের সাথে '7 যােগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত? উত্তরঃ 3/5

১৭. (৭+ক) x ৩=৩০ হলে ‘ক’ এর মান কত? উত্তরঃ 3

১৮. বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তরঃ ৯ গুণ

১৯. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০:৩ পুত্রের বয়স | ১৮ হলে, পিতার বয়স কত? উত্তরঃ ৬০

২০. যদি x4 – 2x2 + 1 = 0 হয় তবে X এর মান কত?  উত্তরঃ 1

 

বাংলা অংশ সমাধানঃ

২১. 'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কি? উত্তরঃ চির অশান্তি

২২. 'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? উত্তরঃ অক্লান্ত কর্মী

২৩. ধুমকেতু ছদ্মনামটি কোন লেখকের? উত্তরঃ কাজী নজরুল ইসলাম

২৪. সংশয়” এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ প্রত্যয়

২৫. দেশের জন সেবা কর, দেশের কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি

২৬. ‘পরিচ্ছেদ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ পরি + ছেদ  

২৭. কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ গৃহিণী

২৮. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? উত্তরঃ কৃষ্ণকুমারী

২৯. নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? উত্তরঃ ঢাকি

৩০. ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’- কার লেখা? উত্তরঃ চণ্ডীদাস

৩১. ‘যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলে- উত্তরঃ অনির্বচনীয়

৩২, ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ হলাে- উত্তরঃ পারত্রিক

৩৩ ‘দুইয়ের মধ্যে একটি’ এর এক কথায় প্রকাশ কি হবে? উত্তরঃ অন্যতর

৩৪. ‘ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ এস ওয়াজেদ আলী

৩৫, যে নারীর স্বামী ও পুত্র নেই’ এক কথায় কি হবে? উত্তরঃ অবীরা

৩৬. ‘জমিদার’ শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি? উত্তরঃ জমিদারনি

৩৭. ‘নীল লােহিত’ কার ছদ্মনাম?  উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

৩৮. বৃষ্টি পড়ে টাপুর টুপুর’- এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরণের শব্দ? উত্তরঃ ধ্বন্যাত্মক দ্বিরুক্তি

৩৯. কোন দুটি রচনা একই শ্রেণির? উত্তরঃ উত্তরঃ গীতাঞ্জলি ও অগ্নিবীণা

৪০, ‘মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি’ কোন গল্পের উদ্ধৃতি? উত্তরঃ ছুটি

৪১. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস? উত্তরঃ সমার্থে

৪২. ‘পাণিনি’ ছিলেন? উত্তরঃ ব্যাকরণবিদ

৪৩. ‘কিরণ’ এর সার্থক শব্দ নয়? উত্তরঃ রবি (সূর্য)  

৪৪. “সর্বাঙ্গীণ” শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়? উত্তরঃ সর্বাঙ্গ + ঈন

৪৫. ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কী? উত্তরঃ সহজলভ্য

৪৬, ‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা কে?  উত্তরঃ শামসুর রাহমান

৪৭, “সংবিধান” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ সম্ + বিধান

৪৮. ‘উর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায়? উত্তরঃ মাকড়সা

৪৯, “সর্বজন” এর বিশেষণ কি? উত্তরঃ সর্বজনীন

৫০. বাংলা উপসর্গ কয়টি? উত্তরঃ ২১ টি

 

ইংরেজি অংশ সমাধানঃ  

৫১. Noun of the word 'Poor' is- উত্তরঃ poverty

৫২. The boy reads a book. What kind of verb 'reads in the sentence is? উত্তরঃ Transitive verb

৫৩. He seems to be happy with his achievement, -? উত্তরঃ isn't he

৫৪. Would you mind - a cup of coffee with me? উত্তরঃ having  

৫৫. What is the plural form of the word 'deer'? উত্তরঃ deer

৫৬. What is the synonym of 'Alliance'? উত্তরঃ association

৫৭. What is the verb form of the word 'Beauty'? উত্তরঃ beautify

৫৮. Which of the following sentence is correct? উত্তরঃ I heard him reading

৫৯. They arrived here after you (Left). উত্তরঃ had left

৬০. Choose the correct meaning of the word 'Adverse' উত্তরঃ প্রতিকুল

৬১. Which of the following words is in singular form? উত্তরঃ radius

৬২. Education is enlightening: Here 'enlightening is - উত্তরঃ A participle

৬৩. Use the appropriate article. I saw--- one-eyed man when I was walking on the road. উত্তরঃ a

৬৪. Choose the correct sentence: উত্তরঃ Yesterday, he went home.

৬৫. What is the masculine gender of 'mare'? উত্তরঃ Horse

৬৬. Choose the word which never has a plural. উত্তরঃinformation

৬৭.  What is the noun form of 'propose'? উত্তরঃ proposal

৬৮. He gave me five books. In this sentence which is the adjective? উত্তরঃ five

৬৯. What is the meaning of the idiom- 'smell a rat' উত্তরঃ suspect something

৭০. What is the correct spelling? উত্তরঃ Acknowledgement

৭১. He can make you do this- উত্তরঃ সে তোমার জন্য এটি করতে পারে

৭২. What will be the correct proposition in 'My friend always goes home --feet? উত্তরঃ on

৭৩. What is the meaning of 'Black Sheep'? উত্তরঃ Disgraceful person

৭৪. He is popular--all -- his goodness. উত্তরঃ with, for

৭৫. None but the brave deserves the fair. In this sentence 'but is. উত্তরঃ A preposition

৭৬. We must not be late, else we will miss the train.' This is a- উত্তরঃ Compound

৭৭. Identify the correct passive form of the sentence below? উত্তরঃ Are they know to you?

৭৮. 'Once in a blue moon means-? উত্তরঃ Very rarely

৭৯. Choose the appropriate preposition in the blank of the following sentence: Eight men were concerned----the plot? উত্তরঃ in

৮০. 'Mutton' is a/an-? উত্তরঃ Material noun

 

সাধারণ জ্ঞান  অংশ সমাধানঃ

৮১ . Line of Control যে দুটি দেশের সীমান্তে অবস্থিত- উত্তরঃ ভারত- পাকিস্তান

৮২. ছয় দফা কর্মসূচি ঘােষিত হয়- উত্তরঃ ১৯৬৬ সালে

৮৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? উত্তরঃ ৬.১৫ কি.মি ও ১৮.১০ মিটার

৮৪. স্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত? উত্তরঃ নাগাসাকিতে

৮৫. বিখ্যাত চিত্রকর্ম ‘ম্যাডোনা-৪৩'- এর চিত্রকর কে? উত্তরঃ জয়নুল আবেদীন

৮৬. অপারেশন সার্চলাইট যে সালে সংঘটিত হয়- উত্তরঃ ১৯৭১

৮৭. কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়? উত্তরঃ জার্মানী

৮৮. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ- উত্তরঃ মহেশখালী

৮৯. মুজিববর্ষ উদযাপন কাল হলাে- উত্তরঃ ১৭ মার্চ ২০২০ - ১৬ ডিসেম্বর ২০২১  

৯০. ২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- উত্তরঃ কাতার

৯১. কোন দেশ বৃটিশ উপনিবেশ ছিল না? উত্তরঃ চীন

৯২. বর্তমানে বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে? উত্তরঃ জাপান

৯৩. বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? উত্তরঃ চীন

৯৪. ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অর্ন্তগত? উত্তরঃ তুরস্ক

৯৫. নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি? উত্তরঃ মহাস্থানগড়

৯৬. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র- উত্তরঃ জয়যাত্রা

৯৭. বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? উত্তরঃ যুক্তরাষ্ট্র

৯৮. I have a dream' শীর্ষক বিখ্যাত ভাষণ কে প্রদান করেন? উত্তরঃ মার্টিন লুথার কিং

৯৯, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল- উত্তরঃ ২০১৬-২০৩০

১০০. বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে কোন সালে? উত্তরঃ ১৯৯৯

প্রশ্ন পাঠিয়েছেনঃ Mamunur Rashid Abdullah ভাই ও M. Amirul Islam (Alahi) ভাই। ধন্যবাদ আপনাদের হেল্প করার জন্য।