সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ভুয়া বিকাশ অফিস থেকে ফোনঃ ০১৬৪৬-৯৫৮২৮৫

বিকাশঃ আসসালামু ওয়ালাইকুম বিকাশ অফিস থেকে তহিদ বলতেছি।  

আমিঃ  জি ভাইয়া বলেন।

বিকাশঃ  আপনি কি এই সিমের মালিক।  

আমিঃ  আপনি বিকাশ অফিস থেকে ফোন দিয়েছেন সিমের মালিকের সাথে বিকাশ এর কি সম্পর্ক । আপনি বিকাশের মালিক কে খুঁজবেন ।

বিকাশঃক্ষমা করবেন...  আপনি কি বিকাশের মালিক???  

আমিঃ  জি ভাই বলেন।

বিকাশঃ  আপনার বিকাশ একাউন্ট বন্ধ হয়েছে আপনি কি জানেন?

আমিঃ  কি বলেন , কখন , কিভাবে এবং কেন?

বিকাশঃ  আপনি তথ্য হাল নাগাদ করেন নি?

আমিঃ  কিসের তথ্য হাল নাগাদ করি নি।

বিকাশঃ  আপনার সিমের ।

আমিঃ  আমার সিমের সাথে বিকাশের কি সম্পর্ক??  আপনি কোন বিকাশ অফিস থেকে বলছেন?

বিকাশঃ  লাইন কেটে দিয়েছে।  

মজার বিষয় হচ্ছে আমার সিমে বিকাশ খোলাই নাই ।

গত দুইদিন দুই জন এই  ভাবে আমাকে ফোন দিয়েছে । একজন কে শুরুতেই গালি দিয়েছি আর একজনের সাথে মজা নিয়েছি। আপনারা সবাধান হবেন। অনেকের সাথে এই ভাবে   কথা বলে বিকাশের পিন নিয়ে, টাকা সব উধাও করে দিয়েছে । এদের টার্গেট বেশি ভাগ মেয়েদের নাম্বার আর অনেক সময় বিকাশ দোকানে এরা বসে থাকে আপনার সর্বশেষ টাকা লোড বা উত্তলোন  তথ্যও  এরা দিতে পারবে । তাই আপনাদের জানার প্রয়োজন  বিকাশ কোন সময় মোবাইল নাম্বার থেকে ফোন দিবে না । ফোন দিলে তাদের হেল্প লাইন থেকে ফোন দিবে। তাদের হেল্প লাইন নাম্বারঃ ১৬২৪৭  

তবে এর পরেও  আপনেকে  ফোন দিলে মজা নিবেন আশা করি ।