সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসাে)।


বিষয় : আগামী ০৩ জুলাই ২০২১ তারিখের তিন ক্যাটাগরির পদে নিয়ােগের জন্য ব্যবহারিক পরীক্ষা স্থগিত প্রসঙ্গে।


১৯ এর প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসাে) এর গত ২৪ জুন ২০২১ তারিখের ২৩.০৪.০০০০.০০৮.১১.০০১.২১.৮৭৯ নম্বর স্মারকের নােটিশের স্টেনােগ্রাফার (পি.এ), লাইব্রেরি অ্যাসিসট্যান্ট কাম টাইপিস্ট এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (এলডিএ কাম টাইপিস্ট) পদে নিয়ােগর জন্য আগামী ০৩ জুলাই ২০২১ তারিখের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হলাে।

২। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে স্পারসাে ওয়েবসাইট www.sparrso.gov.bd এ প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মােবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে অবগত করা হবে।

Source: http://www.sparrso.gov.bd/sites/default/files/files/sparrso.portal.gov.bd/notices/f2eb1d56_7248_4d48_bc5a_9ac7e06ba13b/2021-06-27-07-34-98ef0e91a117ab554d0b9500faec3ef8.pdf