জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান

পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলঃ 02-04-2021

1.রচনা লিখুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং উন্নয়নের সুবর্ণরেখা

2. পাঁচটি করে সমার্থক শব্দ লিখুন

 ঈশ্বর=

উত্তরঃ সৃষ্টিকর্তা, স্রষ্টা, বিশ্বপতি, পরমাত্মা, জগদীশ্বর

 গঙ্গা=

উত্তরঃ ভাগীরথী,শিবপত্নী,গোমতী,কৃষ্ণবেণী,পিনাকিনী,কাবেরী

 তপন=উত্তরঃ সূর্য, রবি, ভানু, দিনপতি, দিবাকর

 বিদ্যুৎ=উত্তরঃ তড়িৎ, বিজলি, শম্পা, চপলা, চঞ্চলা

 স্বদেশ=মাতৃভূমি, জন্মভূমি,বাসভুমি,আবাস ভূমি, স্বভূমি


3. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন

 কুশীলব=দ্বন্দ্ব= কুশ ও লব

 জয়ন্তী=৪থী তৎপুরুষ সমাস= জন্ম উপলক্ষে যে উৎসব  

 বদ্বীপ=উপমিত কর্মধারয়= ব এর মত দ্বীপ                    

 অনতিবৃহৎ=নঞ্ তৎপুরুষ=নয় অতি বৃহৎ

 যৌবনসূর্য= রূপক কর্মধারয়=যৌবন রূপ সূর্য


4. প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন

জ্যান্ত=জী + অন্ত

 দিব্য=  দিব্ + য

 পন্ডিত=  পন্ডা+ইত=  তদ্ধিত

 বার্ষিক=বার্ষিক = বর্ষ + ষ্ণিক (ইক) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

 দ্রাঘিমা=দীর্ঘ+ইমন


5. Write the antonym of the followings

a)Flimsy=sturdy

b)Heed=disregard

c)Literacy=illiteracy

d)Patriot=traitor

e)Succumb=resist


6.Fill in the gap with appropriate word

a) I wish I------you ten years earlier. Ans: were

b) Why can not you go------your father. Ans: go with

c) I don’t care--------Your opinion. Ans: about

d) He said that he-------be unable to come. Ans: would

e) -----------the bad weather, the outdoor party was rescheduled. Ans: Due to



7.আমার অত্যন্ত মূল্যবান ।একে অবজ্ঞা করা সঠিক নয়। যে মানুষ সময়ের সদ্ব্যবহার করে তার সফলতা অনিবার্য । পৃথিবীর সকল বিখ্যাত ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করেছেন।  আমাদের উচিত তাদের অনুসরণ করা

8. Write a short essay on “ Bangabundhu and Bangladesh”

9. কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ এবং হলে আসল ও মুনাফার হার নির্ণয় কর। উত্তরঃ আসল ৪০০০ টাকা ও মুনাফার হার ১২১/২%

10. একটু আয়তাকার লোহার  টুকরার দৈর্ঘ্য 8.8 সেমি. প্রস্থ 6.4 সেমি ও উচ্চতা 2.5 সেমি। লোহা টুকরাটিকে 15 সেমি দৈর্ঘ্য, 6.2 সেমি প্রস্থ ও 4 সেমি উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো। লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। লোহার টুকরা ওজন নির্ণয় করুন।  উত্তরঃ ১.০৫৬ কেজি

11. সমাধান করুন

2/x+1/y=1

4/x-9/y=-1

উত্তরঃ x =11/4

y =11/3


12. দক্ষিণের রানী বলা হয় বিশ্বের কোন শহরকে=সিডনি


13. রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়=প্রথম ৪ টি


14.থাইল্যান্ডের পুরাতন নাম কি=শ্যামদেশ


15.  পূর্ণরূপ লিখুন NCTB=National Curriculum and Textbook Board


16. পূর্নরূপ লেখ GIS=Geographic Information System


17. গিবারিশ কি?=কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্যকে বলে Gibberish


18. Ubuntu কি?=একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম


19. টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রথম কবে অনুষ্ঠিত হয়=2007 সালে


20.  বাংলাদেশের কোন উপজাতি লোকজনের ধর্ম ইসলাম=পাঙন


21.  জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে=রাষ্ট্রপতি


22.  রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও  অন্যান্য শিরোনামের  মিথ্যা মামলা কবে প্রত্যাহার করা হয়=২২ ফেব্রুয়ারী ১৯৬৯ প্রত্যাহার করা হয়


23. কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়=যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে


24.  সুইডেনের মুদ্রার নাম কি=ক্রোনা


25.  বাংলাদেশের রাজধানী ঢাকা সংবিধানের কোন অনুচ্ছেদে লিখিত হয়েছে=সংবিধানের ৫(ক) অনুচ্ছেদ

.

26.  অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত =সুইজারল্যান্ড