৪১ তম বিসিএস পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি যাচাই এর  জন্য  আব্দুল হাই স্যারের পক্ষ থেকে ৫ টি  মডেল টেস্টের আয়োজন করা হয়েছে । সাথেই আমাদের অ্যাপের পক্ষ থেকে আগমী ১ তারিখ থেকে ৫টা ২০০ মার্কের স্পেশাল মডেল টেস্টের আয়োজন করা হচ্ছে। আমাদের অ্যাপের পক্ষ থেকে নেওয়া ৫ টি পরীক্ষার রুটিন খুব দ্রুত পোস্ট করা হবে।  

প্রশ্ন করছেনঃ শাহ মোঃ আব্দুল হাই;  লেখক বাংলাদেশ স্টাডিজ; আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি বই এবং বিসিএস টিচিং এ অভিজ্ঞ শিক্ষক।

এই ৫ টি মডেল টেস্টে মিলে বেশী প্রাপ্ত নম্বরের প্রথম ৩ জনকে শাহ মোঃ আব্দুল হাই স্যারের আসন্ন আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি বই পুরষ্কার হিসেবে দেওয়া হবে। একই নম্বর প্রাপ্ত একাধিক জন থাকলে লটারী করা হবে।

পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ রাত ৮.০০ টা থেকে ১২টা

পরীক্ষার সময়ঃ  ১ ঘন্টা ৩০ মিনিট

পরীক্ষার মার্কঃ ২০০

পরীক্ষার নেগেটিভ মার্কঃ ০.৫০

পরীক্ষার স্থানঃ Special Model Test

যে ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেখুন ভিডিওঃ

 




 

আব্দুল হাই স্যারের স্পেশাল মডেল টেস্টের সূচী নিচেঃ