১৬-০১-২০২১ তারিখে জব সলিউশন এর  ২০১৯ সালের অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার প্রশ্নের উপরে Quiz War অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে ১০ মিনিট। ১০ মিনিটে সর্বোচ্চ প্রশ্নের উত্তর দাতাকে পরীক্ষার বিজয়ী বলে গণ্য করা হবে। এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে নতুন ভার্সন অ্যাপ আপডেট করুন। এখানে (Quiz War)  সম্পূর্ণ ফ্রিতে সকল ক্লাসের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

আপডেট ভার্সন অ্যাপ লিংকঃ

https://play.google.com/store/apps/details?id=com.studyonlinebd.news&hl=en_US&gl=US

নতুন পরীক্ষার সূচীঃ

 ১৬-০১-২০২১ তারিখে জব সলিউশন এর  ২০১৯ সালের অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার প্রশ্নের উপরে Quiz War অনুষ্ঠিত হবে।

আপডেট ভার্সন অ্যাপ লিংকঃ

https://play.google.com/store/apps/details?id=com.studyonlinebd.news&hl=en_US&gl=US

পুরস্কারের তালিকাঃ 

১।  প্রথম স্থান অর্জনকারী পাবেন ২০০ টাকার পুরস্কার।  

২। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ১০০ টাকা পুরস্কার।

৩। তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ১০০ টাকা পুরস্কার।  

৪। পরের ১২ স্থান  অর্জনকারী পাবেন ৫০ টাকা মোবাইল রিচার্জ ।

নিয়মঃ  ১ম সহ যে কোন স্থানে যদি একের অধিক পরীক্ষার্থী  থাকে, তাহলে  লটারি করা হবে।  

Quiz War: এই পরীক্ষার সময় থাকবে ১০ মিনিট । রাত ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত (২৪ঘন্টা) যে কোন সময় একবার অংগ্রহণ করতে পারবেন। 

পরীক্ষার নিয়মঃ

১। ১০ মিনিট সময় থাকবে পরীক্ষায় অংগ্রহণ করার। ১০ মিনিটে সর্বোচ্চ প্রশ্নের উত্তর দাতাকে পরীক্ষার বিজয়ী বলে গণ্য করা হবে। 

২। আপনি কোন প্রশ্নের উত্তর দিতে না চাইলে , টিক চিহ্ন না দিয়ে NEXT এ ক্লিক করুন । 

৩।প্রতিটা ভুল উত্তরের জন্য মার্ক কাটা যাবে ০.২৫ ।