০১-০১-২০২১ তারিখ থেকে আমাদের নতুন সার্ভিস চালু হচ্ছে সাথেই অনেক কিছু পরিবর্তন করা যাচ্ছে।
Free Daily Exam এবং Special Daily Exam একই ধরনের হওয়ায় আমরা এখন থেকে একটা পরীক্ষার সিস্টেম রাখবো। এখানে Special Daily Exam থাকবে । কিন্তু Free Daily Exam আর থাকবে না।Special Daily Exam এর মার্ক থাকবে ৪০ মার্ক।
নতুন কোন ইউজার রেজিস্ট্রেশন করার সাথে সাথে ৩০ দিন (১ মাস) ফ্রি পেইড সার্ভিস ব্যবহার করতে পারবেন।
সার্ভিস বন্ধঃ নতুন ভার্সনে ফ্রি ডেইলি পরীক্ষা বন্ধ হয়ে যাবে। ১ জানুয়ারি থেকে পুরাতন ভার্সনেও এই সেবা বন্ধ হয়ে যাবে, সাথে আমাদের ওয়েবসাইট থেকেও এইটা বন্ধ করা হবে।
নতুন ভার্সন অ্যাপে থাকছেঃ
Quiz War : এখানে একটা নিদিষ্ট সময় কুইজের আয়োজন করা হবে, এখানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। আগামী ১০ জানুয়ারী থেকে এই সার্ভিস শুরু হবে। ১০ জানুয়ারী শুরুর দিনে আমাদের মোট পুরস্কার থাকবে ১০ হাজার টাকার। এখানে (Quiz War) সম্পূর্ণ ফ্রিতে সকল ক্লাসের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।এই বিষয়ে বিস্তারিত পোস্ট করা হবে।
Model Test: এখানে লাইভ পরীক্ষা হবে। সপ্তাহে একটা বিষয় ভিত্তিক রিভিশনের টার্গেট নিয়ে এখানে প্রতি সপ্তাহে পরীক্ষা হবে ৫০ মার্কের। এখানে (Model Test) সম্পূর্ণ বিষয় ভিত্তিক হবে।
Special Model Test: এখানেও লাইভ পরীক্ষা হবে। পরীক্ষার সিস্টেমে প্রতি ১৫ দিন পর পর ক্লাসের ভিত্তিতে বিসিএস ২০০, প্রাথমিক শিক্ষক নিয়োগ ৮০ সহ সকল ক্লাসের পরীক্ষা নেওয়া হবে।
বেসরকারি চাকরির তথ্যঃ আমরা এই বিষয়ে কাজ করতেছি আশা করি প্রতিদিন ৩-৪টা বেসরকারি চাকরির তথ্য প্রকাশ করা হবে। প্রকাশিত নিয়োগে এখান থেকেই আবেদন করার সুযোগ পাবেন, আরো নতুন সার্ভিস যুক্ত করা হচ্ছে।
ব্যাখ্যাঃ আমরা কিছু প্রশ্নের ব্যাখ্যা সিস্টেম নিয়ে কাজ করছি । যে প্রশ্নের ব্যাখ্যা প্রয়োজন তার ব্যাখ্যা দেওয়া হবে।
সর্বশেষঃ বর্তমানের সার্ভিস চার্জ মাসে ৪০ টাকা , তিন মাসে ১০০ টাকা ও বছরে ৩৫০ টাকা নেওয়া হচ্ছে। আগামী ০১-০১-২০২১ তারিখ থেকে আমাদের নতুন সার্ভিসে ফি যুক্ত করা হবে। নতুন সার্ভিস চার্জ হবে মাসে ৫০ টাকা , তিন মাসে ১৩০ টাকা ও বছরে ৪৫০ টাকা। প্রায় তিন বছর পর আমাদের সার্ভিস ফি পরিবর্তন করা হচ্ছে কারণ আমরা নতুন অনেক ফিচার (বিষয়) যোগ করব।
আমাদের সকল সার্ভিস পেতে এখনই অ্যাপ আপডেট করুন।
আপডেট ভার্সন অ্যাপ লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=com.studyonlinebd.news&hl=en_US&gl=US