খাদ্য মন্ত্রণালয়ে চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান

Post Name: Steno Typist Cum Computer Operator

বাংলা অংশ সমাধানঃ

১. শুদ্ধ করে লিখুন।

অশুদ্ধ – শুদ্ধ

প্রত্যুশ- প্রত্যূষ

দুর্নিতি-  দুর্নীতি

কুজুটিকা- কুজ্ঝটিকা

বাল্মিকী- বাল্মীকি

ইতমধ্যে- ইতোমধ্যে

২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন।

কদর্থ- উত্তরঃ কু যে অর্থ= কর্মধারায় সমাস

ছাত্রবৃন্দ- উত্তরঃ   ছাত্রের বৃন্দ= তৎপুরুষ সমাস

উচ্ছৃঙ্খল- উত্তরঃ শৃঙ্খলাকে অতিক্রান্ত= অব্যয়ীভাব সমাস

সহকর্মী-উত্তরঃ সমান কর্মী যে= বহুব্রীহি সমাস

দম্পতি- উত্তরঃ জায়া ও পতি = দ্বন্দ্ব সমাস

 

৩. কারক ও বিভক্তি নির্ণয় করুন।

ঘোড়াকে চাবুক মার- উত্তরঃ করণ কারকে শূন্য বিভক্তি

প্রভাতে সূর্য উঠে- উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

শিক্ষককে শ্রদ্ধা কর- উত্তরঃ সম্প্রদানে চতুর্থী

বোঁটা আলগা ফল গাছে থাকে না- উত্তরঃ অপাদানে  শূণ্য  বিভক্তি

তাকে বল- উত্তরঃ কর্মে ৭মী

৪. সন্ধি বিচ্ছেদ করুন।

প্রেষণ- উত্তরঃ প্র+এষণ

পুনরায়- উত্তরঃ পুনঃ+আয়

নিজস্ব- উত্তরঃ ণিচ্+অন্ত

গঙ্গোর্মি- উত্তরঃ গঙ্গা+ঊর্মি

তন্ময়- উত্তরঃ তৎ + ময়

৫. এককথায় প্রকাশ করুন।

যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = উত্তরঃ অবিমৃষ্যকারী.

যা অধ্যয়ন করা হয়েছে= উত্তরঃ অধীত

নষ্ট হওয়া স্বভাব যার = উত্তরঃ নশ্বর

এক থেকে শুরু করে ক্রমাগত= উত্তরঃ একাদিক্রমে

যা ভেদ করা দুঃসাধ্য= উত্তরঃ দুর্ভেদ্য

Solved by https://studyonlinebd.com/

কার্টেসী ছাড়া সমাধান কেউ কপি করে ফেসবুকে শেয়ার করবেন না। ধন্যবাদ..

 ইংরেজী অংশ সমাধানঃ  

৬. Fill in the blanks with appropriate prepositions.

(i) He comes —- a noble family. Ans: of

(ii) Water freezes — 0 °C. Ans: at

(iii) He is above ……the society. Ans: of

(iv) I pulled him…..the ear. Ans: in

(v) He was absorbed —his book. Ans: in

৭. Correct the following sentences.

(i) He is reading in the school for three years. Ans: He has been reading in the school for three years.

(ii) He insisted me to go there. Ans: He insisted on my going there./He insisted me on going there.  

(iii) It is a true fact. Ans: It is a fact.

(iv) I am not in the committee. Ans: I am not on the committee.

(v) He learns better than you. Ans: He learns more than you.

৮. Make sentence with the following phrase and idioms.

(i) A man of straw = (অপদার্থ লোক) He was accused by his opponents of being a man of straw.

(ii) Bread and butter= (রুজি রোজগার) This job is bread and butter for my family.

(iii) Between two fires= (দুই দিক থেকেই বিপদে পড়া বা উভয় সংকট) Jamal is caught between two fires for his works.

(iv) Give ear to= (মনযোগ দেওয়া) Please give ear to your study.

(v) As to= (হিসাবে/বিষয়ে/প্রসঙ্গে) Please take decisions as to which patients receive treatment.

৯. Translate into English.

(i) বড় হওয়া কঠিন ব্যাপার। Ans: It is hard to be great.

(ii) দেশের উন্নয়নে শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে। Ans: Education plays a special role in the development of the country.

(iii) দুয়ে দুয়ে চার হয়। Ans: Two and two makes four.

(iv) ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ। Ans: Bhutan is the happiest country in South Asia.

(v) মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। Ans: The great liberation war is the hope of our existence.

১০. Write the right form of verbs.

(i) They would have invited us, if we (support) them. Ans: supported

(ii) It is high time he (change) his habits. Ans: changed

(iii) They worried lest they (be) late. Ans: were

(iv) They (play) at this moment. Ans: are playing

(v) Fifty miles (be) a long way. Ans: is  

গণিত অংশ সমাধানঃ  

১১. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

উত্তরঃ ২০%

সমাধানঃ

ধরি,

১০০ লিটার তেলের দাম ১০০ টাকা ছিল

২৫% বৃদ্ধিতে,

১০০ লিটার তেলের দাম দাঁড়ালো ১২৫ টাকা

এখন,

১২৫ টাকায় পাওয়া যায় ১০০ লিটার তেল

১ টাকায় পাওয়া যায় ১০০/১২৫ লিটার তেল

১০০ টাকায় পাওয়া যায় ১০০*১০০/১২৫ লিটার তেল  = ৮০ লিটার তেল

তেলের ব্যবহার কমাতে হবে = ১০০ – ৮০ = ২০ লিটার বা ২০%

শর্টকাটঃ

১২৫ টাকায় তেলের ব্যবহার কমাতে হবে ২৫ টাকা

১০০ টাকায় ব্যবহার কমাতে হবে ২৫*১০০/১২৫ = ২০ টাকা

১২. রহিম সাহেব তার ৫৬,০০০ টাকার কিছু অংশ বার্ষিক ১২% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৬,৪০০ মুনাফা পেলেন। তিনি ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন?

উত্তরঃ ৪০,০০০ টাকা

১৩. দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম দলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে?

উত্তরঃ ১ম নল দ্বারা ২৪ মিনিট আর ২য় নল দ্বারা ১২ মিনিট সময় লাগবে চৌবাচ্চাটি পূর্ণ হতে।

১৪. একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়াতের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩৬ মিটার এবং প্রস্থ ২৫ মিটার। আয়াতের দৈর্ঘ্য ১০% হ্রাস পেলে এবং প্রস্থ ১০% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে?

উত্তরঃ  ১%  

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ  

১৫. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন।

ক) কোন বীরশ্রেষ্ঠের সমাধি পাকিস্তানের করাচিতে ছিল? উত্তরঃ মতিউর রহমানের (২০০৬ সালের ২৪ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয়)

খ) বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

গ) বাংলাদেশের কোন প্রেসিডেন্ট “জুলিও কুরি” পুরস্কারে ভূষিত হয়েছিলেন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়।)

ঘ) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কোন দেশে অবস্থিত? উত্তরঃ যুক্তরাষ্ট্র (১৬৩৬ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।)

ঙ) ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কী ছিল? উত্তরঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন

চ) কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়? উত্তরঃ নরওয়েজিয়ান নোবেল কমিটি (এই কমিটির পাঁচ সদস্য নরওয়েজীয় সংসদ কর্তৃক নিযুক্ত করা হয়)

ছ) বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন? উত্তরঃ ড. মাকসুদুল আলম (তিনি ২০১০ সালে দেশী পাটের জীবন রহস্য উন্মোচন করেছিলেন)

জ) বাংলায় জমিদারী প্রথা উচ্ছেদে কোন নেতা মুখ্য ভূমিকা পালন করেন? উত্তরঃ শেরে বাংলা এ কে ফজলুল হক

ঝ) কক্সবাজারে কোন ২ টি উপজাতি বাস করে? উত্তরঃ মারমা ও রাখাইন

ঞ) রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে কি বলা হয়? উত্তরঃ এটর্নি জেনারেল (বাংলাদেশের বর্তমান এটর্নি জেনারেল হলেন এএম আমিন উদ্দিন)

ট) স্বাধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্র বন্দর কোনটি? উত্তরঃ পায়রা সমুদ্র বন্দর (পটুয়াখালী) চট্রগ্রাম বন্দর ১৮৮৭ সালে চালু হয়।

ঠ) ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তরঃ সিসমোগ্রাফ ( ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম রিখটার স্কেলে)

ড) সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? উত্তরঃ বঙ্গোপসাগরে (এটির আরেক নাম গঙ্গাখাত)

ঢ) স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন কে করেন? উত্তরঃ কে জি মুস্তাফা (তিনি ২০১০ সালে মারা যান)

ণ) GMT এর পূর্ণরূপ লিখুন।  উত্তরঃ Greenwich Mean Time

ত) বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে ‘চিন্তা ও বিবেকের স্বাধীনতার’ কথা বলা হয়েছে? উত্তরঃ ৩৯ নং অনুচ্ছেদে

থ) আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? উত্তরঃ হেগ (নেদারল্যান্ড)

দ) ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার লেখা? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (এটি প্রকাশ হয় ১৮ই জুন, ২০১২)

ধ) “‘Long Walk to Freedom’ কার আত্মজীবনী? উত্তরঃ নেলসন মেন্ডেলা  (দক্ষিণ আফ্রিকা)

ন) বিশ্ব খাদ্য দিবস কবে? উত্তরঃ ১৬ অক্টোবর