৭৭ দিনের পরীক্ষার প্রস্তুতি শেষ হয়েছে গত ২১-০৯-২০২০ তারিখে । এই পরীক্ষায় আমরা লেকচারশীট দিয়েছি , কয়েকটা লেকচার আমরা দিতে পারি নাই । যার জন্য আমরা ক্ষমা প্রার্থী । নতুন পরীক্ষার রুটিনে আমরা বাঁকি থাকা লেকচার শীট গুলো দিয়ে দিবো। নতুন রুটিনে পরীক্ষা শুরু হবে ১ তারিখ থেকে । পরীক্ষার বড় কিছু অধ্যায় কে আমরা প্রতিদিনের পড়ার সাথে এড করে প্রতিদিন পড়ার চেষ্টা করবো । যেমনঃ correct spelling , Antonym-Synonym, Preposition সহ এই রকম অধ্যায়ের পড়া একদিনে শেষ করা সম্ভব না । তাই আমরা আলাদা ভাবে পরিকল্পনা করে ছোট ছোট অংশে ভাগ করে অধ্যায় শেষ করবো । যাতে আপনাদের ভয় না লাগে , পাশাপাশি খুব দ্রুত সময়ে শেষ করা সম্ভব হয়।
আমাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি । সবাইকে অসংখ্য ধন্যবাদ ....
পরীক্ষার প্রস্তুতি নিবেন যে ভাবেঃ