আজকের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের চাকরির পরীক্ষার সম্পূর্ণ সমাধান
পরীক্ষার তারিখঃ ১৮-০৯-২০২০
পদের নামঃ
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
২. ক্যাশিয়ার
৩. কেয়ারটেকার
৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
১। এক কথায় উত্তর দিনঃ
ক) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৬.১৫ কি.মি
খ) বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ বহনকারী রকেটের নাম কি? উত্তরঃ ফ্যালকন ৯
গ) স্বাধীন বাংলাদেশের স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? উত্তরঃ ভুটান ( ৬ ডিসেম্বর ভুটান ও ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কিন্তু ভুটান ভারতের ২ ঘণ্টা আগে স্বীকৃতি দেয়। তাই উত্তর হবে ভুটান।
ঘ ) ”সংশপ্তক” এর লেখক কে? উত্তরঃ শহীদুল্লা কায়সার
ঙ) অপরাজেয় বাংলার ভাস্কর কে? উত্তরঃ সৈয়দ আব্দুল্লাহ খালিদ
চ) বাংলাদেশের সাদা সোনা কি? উত্তরঃ চিংড়ি
ছ) তিস্তা ব্যারেজ কোথায় অবস্থিত? উত্তরঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলার সীমানা থেকে ১ কিঃমিঃ দূরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী নামক স্থানে তিস্তা নদীর উপর তিস্তা ব্যারেজ অবস্থিত।
জ) বাংলাদেশের সরকার প্রধানের নাম কি? উত্তরঃ শেখ হাসিনা
ঝ) ওয়াইম্যাক্স প্রযুক্তি কি? উত্তরঃ ওয়াইম্যাক্স হচ্ছে 'ওয়ার্ল্ড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েব এক্সেসস' এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি, যার মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট-টু-পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন তথ্য আদানপ্রদান করা।
ঞ) ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্টের নাম কি? উত্তরঃ প্রণব মুখার্জি
ট) জার্মানির মুদ্রার নাম কি? উত্তরঃ ইউরো
ঠ) পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরঃ ভারতে। ২০২৩ সালে ১৩ তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে।
ড) আমাজন বনভূমি কোথায় অবস্থিত? উত্তরঃ দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত। এর ৭০,৫০,০০০ বর্গকিলোমিটার (২৭,২০,০০০ মাইল) শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত।
ঢ) NATO এর পূর্ণরূপ কি? উত্তরঃ North Atlantic Treaty Organization
ণ) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কত তারিখে প্রথম COVID-19 শনাক্ত হয়? উত্তরঃ ৮ মার্চ ২০২০
২। ইংরেজি অনুবাদ করুন...
ক) কিছু করার আগে ভালো করে ভেবে নাও। উত্তরঃ Look before you leap.
খ) তোমাদের গাছে কি অনেক আম আছে? উত্তরঃ Do you have a lot of mangoes in your tree?
গ) এখন শরৎ কাল। উত্তরঃ It is autumn now.
ঘ) তার এক জোড়া সুন্দর জুতা ছিল। উত্তরঃ He had a pair of shoes.
ঙ) বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন। উত্তরঃ Father has retired from job.
৩। Write the meaning of the following idiom and make sentence with them.
By and by- উত্তরঃ eventually- We will go on this vacation by and by.
At a less- উত্তরঃ puzzled- He was at a loss for his works.
Come to light-উত্তরঃ make or become widely known or disclose- It has come to light that he was lying
Gala day-উত্তরঃ A day of happiness- Eid is a gala day for Muslim.
Nip in the bud উত্তরঃ Halt something at an early stage- Many serious illnesses can be nipped in the bud if they are detected early enough
৪। Transform the following sentence in directed in the brackets.
Is he not a great fool? (Assertive)- He is a great fool.
He is the best boy in the class. (Negative)- He is not the best boy in the class.
I know her name. (Complex)- I know what her name is.
I want a car that I can drive. (Simple)- I want a car to drive
Going to the garden Bulbul saw a red rose. (Compound)- Bulbul went to the garden and saw a red rose.
৫। Fill in the blank with appropriate preposition.
A. He assigned the task ----me. Ans: to
B. He comes --- a noble family. Ans: of
C. This thing Differs -- that. Ans: from
D. I am looking --- the matter. Ans: into
E. I wonder -- his ignorance. Ans: at
৫। Fill in the blank with appropriate preposition.
A. He assigned the task ----me. Ans: to
B. He comes --- a noble family. Ans: of
C. This thing Differs -- that. Ans: from
D. I am looking --- the matter. Ans: into
E. I wonder -- his ignorance. Ans: at
৬। উৎপাদকে বিশ্লেষণ করুন: 9x2-9x-4
উত্তরঃ (3x +1) (3x-4)
৭। x2+1/x2=3 হলে (x2+1 /x2)2 এর মান নির্ণয় করুন ।
উত্তরঃ 9
৮। কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলে ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
উত্তরঃ আসল ৪০০০ টাকা আর মুনাফা ১২.৫%
৯। সংক্ষিপ্ত উত্তর দিন..
ক) ১ ইঞ্চি= কত সে.মি.? উত্তরঃ ২.৫৪ সে.মি
খ) ১ একর= কত বর্গগজ? উত্তরঃ ৪৮৪০ বর্গগজ
গ) ১থেকে ১০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? উত্তরঃ ৪ টি (২,৩, ৫ ও ৭)
১০। এক কথায় প্রকাশ করুন:
ক) যার উপস্থিত বুদ্ধি আছে- উত্তরঃ প্রত্যুৎপন্নমতি
খ) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- উত্তরঃ ইতিহাসবেত্তা
গ) যে বিষয়ে কোন বিতর্ক নেই- উত্তরঃ অবিসংবাদী
ঘ) কর্ম সম্পাদনে পরিশ্রমী যিনি- উত্তরঃ কর্মঠ
১১। অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ:
ক) আকন্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়। শুদ্ধ বাক্য- আকন্ঠ ভোজন ভালো নয়
খ) সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করবে। শুদ্ধ বাক্য- সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করবে
গ) ছেলেটি ভয়ানক মেধাবী- শুদ্ধ বাক্য- ছেলেটি অত্যন্ত মেধাবী
ঘ) দৈন্যতা সব সময় ভালো নয়। শুদ্ধ বাক্য- দৈন্য সব সময় ভালো নয়
১২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
ক) নদীমাতৃক- উত্তরঃ বহুব্রীহি সমাস- নদী মাতা (মাতৃ) যার
খ) শ্রম লব্ধ- উত্তরঃ তৃতীয়া তৎপুরুষ সমাস - শ্রম দ্বারা লব্ধ
১৩।কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক) বাড়ি থেকে নদী দেখা যায়।
উত্তরঃ অধিকরণে পঞ্চমী
খ) আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।
উত্তরঃ কর্মকারকে দ্বিতীয়া
১৪। সন্ধি বিচ্ছেদ করুন:
ক) সংলাপ- উত্তরঃ সম্ + লাপ
খ) আবিষ্কার- উত্তরঃ আবিঃ + কার
১৫। বাগধারাটির অর্থ লিখুন:
ক) কূপমন্ডুক- উত্তরঃ সীমিত জ্ঞানের মানুষ
খ) এলাহি কান্ড- উত্তরঃ বিরাট আয়োজন
গ) তালপাতার সেপাই- উত্তরঃ অতিশয় দুর্বল (ক্ষীণজীবী)
ঘ) উনপাজুরে- উত্তরঃ দুর্বল (পরিশ্রম কাতর)
১৬। বিপরীতার্থক শব্দ লিখুন:
ক) অর্বাচীন-উত্তরঃ প্রাচীন
খ) নশ্বর- উত্তরঃ অবিনশ্বর
পরীক্ষার প্রশ্ন দেখুন নিচেঃ