এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের জানাতে চাই গতকাল প্রশ্নের উত্তর আমাদের ভুল দেওয়া ছিল ।
সঠিক উত্তরঃ
কোন শব্দজোড় বিপরীতার্থক নয় ? -খবর-সন্দেশ
ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে-পেরুতে
হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়?- জার্মানী
২০০৭ সালে নেপালে কত বছরের পুরাতন রাজতন্ত্র বিলুপ্ত করা হয়-২৪০ বছরের
ফলাফল বিশ্লেষণঃ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। গতকালের প্রশ্নের মান ভাল ছিল তবে আমাদের কিছু ভুল উত্তর ছিল এর জন্য আমরা ক্ষমা প্রার্থী । তারপরেও আপনাদের ফলাফল অনেক ভাল হয়েছে। তবে অনেকের ফলাফল অনেক খারাপ লক্ষ্য করা যাচ্ছে। ১০০ মার্কের স্পেশাল পরীক্ষায় মোট ১৯৭ জন অংশগ্রহণ করেছিল , এর মধ্যে বিসিএস এর কার্ট মার্ক অনুযায়ী পাশ করেছে মাত্র ৩৭জন । আপনারা যারা পাশ করতে পারেন নি , তাদের পড়া ঠিক মত হচ্ছে না । প্রতিটা অধ্যায় এমন ভাবে পড়তে হবে যেন সেই অধ্যায় থেকে যে কোন প্রশ্ন হলে আপনি পারেন । এই ভাবে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে । আর মনের মধ্যে প্রতিযোগিতা নিয়ে আসতে হবে । আপনার থেকে যারা বেশি মার্ক পাচ্ছে তারাও আপনার মত ৪১তম বিসিএস পরীক্ষা দিবে। আপনি যদি এখানে পরীক্ষায় তাদের থেকে পিছিয়ে থাকেন , মূল বিসিএস পরীক্ষায় ও পিছিয়ে থাকবেন । তাই অলসতা না করে প্রতিদিন ভাল করে সময় দিয়ে পড়তে হবে।
বিশেষ কথাঃ বিসিএসের জন্য সপ্তাহিক যে ১০০ মার্কের বিশেষ পরীক্ষা হচ্ছে, আশা করি এটা দিয়েই আপনারা নিজেদের অবস্থান যাচাই করতে পারবেন। আপনারা এভাবেই প্রতিযোগিতা করতে থাকেন, দেখবেন বিসিএস পরীক্ষায় অনেক সহজে ভাল ফলাফল করতে পারবেন । প্রতিদিন পরীক্ষা দেওয়ার ফলে আপনাদের পরীক্ষা দেওয়ার চর্চা বৃদ্ধি পাচ্ছে, সাথেই বিসিএস পরীক্ষায় আপনার অবস্থান কেমন হতে পারে একটা ছোট ধারণা পাচ্ছেন। যা ঘরে বসে একা একা পড়াশোনা করে পাওয়া সম্ভব ছিল না। সেই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার বন্ধুদেরও এখানে (আমাদের অ্যাপে) পরীক্ষা দিতে উৎসাহিত করুন। তার সাথে প্রতিযোগিতা করুন বেশি মার্ক পাওয়ার। দেখবেন আরো সহজে আপনি পড়ায় মন দিতে পারবেন ও নিজেকে যাচাই করতে পারবেন।
আমাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবেন যে ভাবে , দেখুন নিচের ভিডিওতেঃ
বিসিএস প্রস্তুতিমূলক পরীক্ষার টপ ৩৭ জনের লিস্টঃ
# | Name | Right | Wrong | Results |
---|---|---|---|---|
1 | Abd Mamin | 94 | 6 | 91 |
2 | Md.Delwar Husain | 86 | 8 | 82 |
3 | Zafor Iqbal | 85 | 13 | 78.5 |
4 | Raich Ahmed | 81 | 10 | 76 |
5 | Anarul | 81 | 13 | 74.5 |
6 | Nur Mohammad Nobin | 78 | 14 | 71 |
7 | MD MIRAJ MIA | 75 | 8 | 71 |
8 | Md. Jahirul Haque | 78 | 16 | 70 |
9 | Samzam | 76 | 13 | 69.5 |
10 | Forhad islam | 77 | 15 | 69.5 |
11 | Arpon Bhattacharjee | 77 | 17 | 68.5 |
12 | Shofikul sobuj | 76 | 17 | 67.5 |
13 | Washim Akram | 76 | 20 | 66 |
14 | Sudiptee chowdhury | 69 | 8 | 65 |
15 | Tazkia Aktar | 74 | 18 | 65 |
16 | Md.Abdul Khaleque | 71 | 12 | 65 |
17 | Saleha afros | 74 | 18 | 65 |
18 | Rumkey | 70 | 11 | 64.5 |
19 | MAHSIN HOSSAIN | 71 | 13 | 64.5 |
20 | nurnabi | 73 | 17 | 64.5 |
21 | Md.Shadee Abdullah | 76 | 23 | 64.5 |
22 | Sakib al Hasan | 72 | 16 | 64 |
23 | MOBAROK HOSSAIN | 73 | 18 | 64 |
24 | KAZI ASHRAFUL ISLAM | 68 | 10 | 63 |
25 | FAISAL AHAMNED BHUIYAN | 73 | 20 | 63 |
26 | Rozina khatun | 67 | 9 | 62.5 |
27 | Mahabubur rahman | 72 | 19 | 62.5 |
28 | Md.Mostafiz | 71 | 17 | 62.5 |
29 | zohirul Islam | 69 | 14 | 62 |
30 | Md Marshafi gazi | 69 | 15 | 61.5 |
31 | LITAN BALLAV | 68 | 13 | 61.5 |
32 | Shimon | 72 | 22 | 61 |
33 | srizon zaman | 71 | 20 | 61 |
34 | Pritish Mondal | 70 | 18 | 61 |
35 | Nazmul Hasan | 70 | 18 | 61 |
36 | MD. ASHRAFUL ISLAM | 68 | 15 | 60.5 |
37 | Masum Khan | 68 | 16 | 60 |
সম্পূর্ণ পরীক্ষার ফলাফলঃ