বিসিএসঃ ৩০ মার্কের পরীক্ষা দিয়েছে মোট ৪৭৬ জন। পাশ মার্ক ১৭ যদি হয় , তা হলে পাশ করেছে মাত্র ১১৬জন । দুই অধ্যায়ের প্রস্তুতি নিয়েও যদি এতো ফেল হয় ,তা হলে ৪ লাখ পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা এবং বিসিএস এর মত এত কঠিন পরীক্ষায় আপনার পরিস্থিতি কি হবে আপনি নিজেই ভাবেন । প্রস্তুতি না নিয়ে শুধু শুধু এখানে পরীক্ষা দিয়ে কোন লাভ নাই। যতক্ষণ পর্যন্ত আপনি পড়াকে প্রতিযোগিতা হিসেবে না নিবেন তখন পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না ।
প্রাথমিক শিক্ষক নিয়োগঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা , যার পরীক্ষার্থী ২৪ লাখ হয়ে থাকে । এর মধ্যে থেকে চাকরি পাওয়া আপনি যত সহজ ভাবছেন এতো সহজ না । আমরা লেকচার দিলাম এবং তার মধ্যে থেকেই প্রশ্নও করলাম তার পরেও ৩৯০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৮৬ জন পাশ করেছে । প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ৮০ মার্কের মধ্যে কম করে হলেও ৬৫-৭০ মার্ক পেতে হবে । সেই হিসেবে ৩০ মার্কের মধ্যে ২৫ মার্ক পেতেই হবে ।একদিনে একটা অধ্যায় পড়ার পরেও যদি এতো খারাপ মার্ক হয় তা কত খারাপ আপনারা বুঝতেই পারছেন ।
ব্যাংক ,শিক্ষক নিবন্ধন , মন্ত্রণালয় ও অধিদপ্তর সব পরীক্ষার চিত্র একই রকম। সত্যি এমন দৃশ্য দেখে আমরা হতাশ ।
এখানে আপনাকে ছোট করার জন্য আমরা এইটা বলছি না । আপনার প্রস্তুতি অনেক খারাপ হচ্ছে , এইটা বুঝানোর জন্য আমরা এই বিষয়ে আলোচনা করছি। আপনি সিরিয়াস হতে না পারলে শুধু পরীক্ষা দিয়ে লাভ নাই। আর একদল আসে এক সাথে সব পরীক্ষা দিবে , তাদের বলতে চাই ভাই - এখানে শুধু পরীক্ষা দিয়ে কোন লাভ নাই । আপনাকে প্রথমে প্রস্তুতি নিতে হবে তার পরে পরীক্ষা দিতে হবে। যদি প্রস্তুতি নিতেই না পারেন তা হলে পরীক্ষা দিয়ে কি লাভ ।আমরা আপনাদের ভাল চাই এই জন্য বলছি যা পড়বেন ভাল ভাবে পড়েন ।
আমাদের উদ্দেশ্যঃ আমরা চাই আপনারা আরো ভালভাবে পড়াশোনা করেন । আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের আরো হেল্প করার জন্য । এখান থেকে ইনকাম করা আমাদের উদ্দেশ্য নয়। ইনকামের উদ্দেশ্য থাকলে ১ মাসের জন্য ৪০টাকা মাত্র আমরা ফি দিতাম না। অনেকে বলতে পারে তা হলে ৪০টাকা ফি নিচ্ছেন কেন? এখানে কাজ করে ১০জন + সাথেই আপনি নিজেই যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে প্রশ্ন করবেন প্রতিটা MCQ লিখতে চার্জ কত টাকা ?? উত্তর পেয়ে যাবেন সর্ব নিম্ন ১টাকা । আর নতুন প্রশ্ন তৈরি করতে চাইলে প্রতিটা MCQ এর জন্য খরচ পরে ৫-৭টাকা, আরো কত খরচ আছে সেইটা না হয় নাই বললাম । উপরে থেকে যত সহজ দেখছেন এতো সহজ নয়। এখানে হাজার হাজার প্রশ্ন আছে সেইটার হিসাব করলেই বুঝবেন ৪০টাকা কিছুই না এখানে ।৪০টাকায় প্রতিদিন পরীক্ষা , কুইজ , মডেল টেস্ট , সাম্প্রতিক সাধারণ জ্ঞান , চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান এতো কিছু ! অনেকটা শায়েস্তা খানের যুগে আমরা নিয়ে গিয়েছি । এইটা এই জন্য আমরা বলতে বাধ্য হলাম কারণ অনেকেই ভাবে শিক্ষা নিয়ে ব্যবসা করতেছি আমরা । ৪০টাকা এখন ২কি.মি যাইতে রিক্সা খরচ দিতে হয়।এর পরেও না বুঝলে , আর কিছু বলার নাই । তার পরেও যারা প্রতিনিয়ত ভাল করছে , তাদের আমরা পেইড মেম্বারে নিবো যাতে তারা আরো ভাল করতে পারে ।
কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
পরীক্ষায় কি ভাবে অংশগ্রহণ করবেন দেখুন ভিডিওঃ