আমরা এখন  পর্যন্ত অধ্যায় ভিত্তিক ৩ বার রিভিশন দিয়েছে । প্রথমে ছিল ৯০ দিন , ২য় বার ৩৫ দিনের , ৩য় বার ৪১ দিনের । আমরা আবার ও  ৮০ দিনের একটা পরিকল্পনা নিতে চাচ্ছি কিন্তু সামনে ঈদ থাকার জন্য এইটা ঈদের পরে আমরা শুরু করবো। তবে বর্তমানে আমরা দেখতে চাই আপনারা কেমন প্রস্তুতি নিলেন । ৩বার রিভিশন দেওয়ার পরে এখন আমরা প্রতিটা বিষয়ের উপরে একটা করে পরীক্ষা নিতে চাই । ফ্রিতে ৩০ মার্কের পরীক্ষা দিতে পারবেন আর পেইড মেম্বারদের জন্য ৬০ মার্কের পরীক্ষা হবে। তবে পরীক্ষার প্রশ্নের মান একটু কঠিন  হবে কারণ ৩বার রিভিশন দেওয়ার পরে আপনাদের উচিৎ নিজের অবস্থান বুঝতে পারা ।সাথেই আমরা দেওয়ার চেষ্টা করবো গুরুত্বপূর্ণ অধ্যায় গুলোর লিষ্ট।   

[বি: দ্রঃ] আমাদের সকল সেবার জন্য চার্জ ১ মাসে ৪০টাকা এবং তিন মাসের জন্য ১০০টাকা ।এখানে আপনার Member Class* বিসিএস   থাকতে হবে।আগে থেকে আপনি পেইড মেম্বার হয়ে থাকলে এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে চাইলে আমাদের নতুন ভার্সন android app থেকে  change class এর মাধ্যমে ২য় class বিসিএস নির্বাচন করতে পারবেন। 

কি ভাবে পেইড মেম্বার হতে পারবেন নিচের ভিডিওতে দেখতে পাবেনঃ 


পরীক্ষার রুটিনঃ 

বাংলাঃ  ১৫-০৫-২০২০ 

গণিতঃ  ১৬-০৫-২০২০ 

ইংরেজিঃ ১৭-০৫-২০২০ 

সাধারণ জ্ঞানঃ ১৮-০৫-২০২০

সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধঃ ১৯-০৫-২০২০

ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ২০-০৫-২০২০

বিজ্ঞানঃ ২১-০৫-২০২০

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ ২২-০৫-২০২০

ঈদের ছুটি থাকবে ৩০ তারিখ পর্যন্ত তার পরে নতুন রুটিন প্রকাশ হবে ।