বিসিএস পরীক্ষার জন্য আমরা অনেক বেশি পড়াশোনা করে থাকি কিন্তু এই অধিক বেশি পড়াশোনার  জন্য আমারা  বিভিন্ন সমস্যায় পরে থাকি। আমাদের জন্য সব চেয়ে গ্রুত্বপূর্ণ অধ্যায় গুলো বাদ দিয়ে অন্য অধ্যায় গুলো বেশি পড়ে থাকি ফলে আমাদের পক্ষে পাশ করা সম্ভব হয়না । তাই আমরা ৩৫তম বিসিএস থেকে ৪০ তম বিসিএসের প্রশ্নের বিশ্লেষণ করার পরে প্রায় ৬০টা অধ্যায় নির্বাচন করেছি যে অধ্যায় গুলো থেকে প্রতিটা বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছে । আপনারা সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেন কিন্তু নিচের এই অধ্যায় গুলো একটু বেশি পড়ার চেষ্টা করবেন। আমরা এখানে ১১৪ মার্ক এর টার্গেট করেছি । এখান থেকে আপনাকে কম করে হলেও ১০০মার্ক পেতে হবে , তা হলে আপনি সহজে বিসিএস পরীক্ষায় পাশ করতে পারবেন।   

কি ভাবে পেইড মেম্বার হতে পারবেন নিচের ভিডিওতে দেখতে পাবেনঃ  


বিস্তারিত নিচেঃ