৯০ দিনে ৪১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতিঃ 

৪১ তম বিসিএস এর সম্ভাব্য তারিখ অনুযায়ী তিন মাস সময় হাতে আছে। এই তিন মাসকে কাজে লাগিয়ে কিভাবে  সম্পূর্ণ বিসিএস এর প্রস্তুতি নেওয়া যায় এর উপরে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি । সেই সাথে ঘরে বসে পরিকল্পনা অনুযায়ী ফ্রি এবং  পেইড সার্ভিসে পরীক্ষা দিতে পারবে । পরীক্ষা দিতে পারবেন www.studyonlinebd.com  অথবা Android app: Jobs Exam Alert এর মাধ্যমে । প্রতিদিন পরীক্ষা হবে রাত ৮.০০টা থেকে ১২.০০টা পর্যন্ত ।  

ফ্রি  মেম্বারদের জন্য থাকছেঃ 

Daily Exam: নিচের রুটিন অনুযায়ী প্রতিদিন রাত ৮.০০টা থেকে ১২.০০টা এর মধ্যে একবার পরীক্ষা দিতে পারবেন

পরীক্ষার মার্কঃ ৩০মার্ক 

 প্রশ্ন থাকবেঃ ৩০টা 

পরীক্ষার সময়ঃ ২৫ মিনিট 

 ভুল উত্তরের জন্য কাট মার্কঃ ০.৫০ 

 পরীক্ষার সঠিক সমাধান জানতে পারবেনঃ তার ১২টার পর থেকে পরবর্তী পরীক্ষার আগে পর্যন্ত 

পেইড মেম্বারদের জন্য থাকছেঃ 

Special Daily Exam: ৬০ মার্কের Daily Exam পরীক্ষা প্রতিদিন রাত ৮.০০টা থেকে ১২.০০টা পর্যন্ত হবে। শুধু মাত্র পেইড মেম্বারদের জন্য এই পরীক্ষা হবে। 

Special Model Test:  ২০০ মার্কের Special Model Test থাকবে ৫০টা। 

থাকবে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা সাম্প্রতিক সাধারণ জ্ঞান  

পড়ার পরিকল্পনাঃ প্রথমেই আমরা বলতে চাই আমাদের  লেকচার শিট থাকবে গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা । তবে সব লেকচার দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে নাআপনার কাছে যে বই আছে আপনি সেই বই থেকে পড়বেন। পড়ার পরে আমাদের এখানে Quiz Test দিবেন । Quiz Test এর মধ্যে থাকবে প্রতি অধ্যায়ের ১০০ থেকে ২০০ টি পর্যন্ত প্রশ্নযা দিয়ে আপনি বুঝতে পারবেন কোন প্রশ্ন মনে থাকছে এবং কোন প্রশ্ন সমস্যা হচ্ছে । তারপরে রাতে আবার  ঐ অধ্যায় গুলোর উপরে Special Daily Exam দিলে আপনি বুঝতে পারবেন আপনার পড়াশুনা কেমন হচ্ছে। এভাবে আপনি প্রতিদিন পরীক্ষা দিলে ৩ মাসেই প্রায় আপনার সিলেবাস শেষ হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। আপনারা যারা আমাদের এখানে পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন দয়া করে  কোন প্রকার অলসতা না করে প্রতিদিনের পরীক্ষার পড়া পড়ে ৮০% মার্ক পাওয়ার চেষ্টা করুন। 

শুধু মাত্র পেইড মেম্বারদের জন্য এই পরীক্ষা গুলো হবে। আপনি যে কোনপেইড মেম্বারশিপে থাকলেই আপনি পরীক্ষা দিতে পারবেনতবে আপনার প্রোফাইল বিসিএস  থাকতে হবে।  


[বি: দ্রঃ] আমাদের সকল সেবার জন্য চার্জ ১ মাসে ৪০টাকা এবং তিন মাসের জন্য ১০০টাকা । এখানে আপনার Member Class*   বিসিএস থাকতে হবে। আগে থেকে আপনি পেইড মেম্বার হয়ে থাকলে এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে চাইলে আমাদের নতুন ভার্সন android app থেকে change class এর মাধ্যমে ২য় class বিসিএস নির্বাচন করতে পারবেন।


কি ভাবে পেইড মেম্বার হতে পারবেন নিচের ভিডিওতে দেখতে পাবেনঃ 



=== সাপ্তাহিক পরিকল্পনা-02===

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী-২ 

অসহযোগ আন্দোলন ,৭ মার্চের ঐতিহাসিক ভাষণ –

স্বাধীনতা ঘোষণা ,মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী

মুক্তিযুদ্ধের রণকৌশল – মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা

পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।

পরীক্ষার তারিখঃ 08-12-2019

বাংলা: পরিভাষাও সমার্থক শব্দ

পরীক্ষার তারিখঃ 09-12-2019

 গণিত:শতকরা

পরীক্ষার তারিখঃ 10-12-2019

ইংরেজি:Verb:

Finite: transitive, intransitive)

Non-finite verb: participles, infinitives, gerund

The Linking Verb ,The Phrasal Verb

Modals, The Adverb

পরীক্ষার তারিখঃ11-12-2019

সাধারণ জ্ঞান বাংলাদেশ:

বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা

পরীক্ষার তারিখঃ 12-12-2019

 কম্পিউটার:

কম্পিউটার পেরিফেরালসঃ কী বোর্ড , মাউস , ওসিআর

কম্পিউটারের অঙ্গসংগঠনঃ সিপিইজ ,এ এলইউ , হার্ড ডিস্ক 

পরীক্ষার তারিখঃ 13-12-2019

বাংলা:

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাজী নজরুল ইসলাম

পরীক্ষার তারিখঃ 14-12-2019


পরীক্ষা দিতে পারবেনwww.studyonlinebd.comঅথবা Android app: Jobs Exam Alertএর মাধ্যমে