প্ৰাচীন জনপদ বাংলাদেশের জাতীয় বিষয়াবলী অধ্যায়ের সবচেয়ে গ্রুত্বপূর্ণ অধ্যায় প্রতিটা বিসিএস পরীক্ষায় প্রায় এই অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে। তাই সবার উচিৎ এই অধ্যায় অনেক ভাল করে পড়া । 

এই অধায়ের উপরে পরীক্ষা হবেঃ ০১-১২-২০১৯ 

প্রতিটা পরীক্ষায় আপনাকে টার্গেট করতে কবে ৮০%+ মার্ক  । ৪১ তম বিসিএস পরীক্ষার জন্য আপনাদের সকল সহযোগিতা করা হবে। এখানে আপনি ফ্রি এবং পেইড মেম্বার হয়ে পরীক্ষা দিতে পারেন। দুইটা পরীক্ষা হবে একই রুটিন দিয়ে তবে ফ্রি পরীক্ষা হবে ৩০মার্কের এবং পেইড মেম্বারদের পরীক্ষা হবে ৬০মার্কের ।

কি ভাবে পেইড মেম্বার হতে পারবেন নিচের ভিডিওতে দেখতে পাবেনঃ 

     

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী-১

প্রাচীনকাল থেকে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টিও

সংস্কৃতি ,বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসঃ ভাষা

আন্দোলন ,১৯৫৪সালেরনির্বাচন,ছয় দফা আন্দোলন ১৯৬৬,

গণ-অভ্যুত্থান ১৯৬৮ – ১৯৬৯,১৯৭০ সালের সাধারণ নির্বাচন

পরীক্ষার তারিখঃ 01-12-2019

পরীক্ষা দিতে পারবেন www.studyonlinebd.comঅথবা Android app: Jobs Exam Alertএর মাধ্যমে


পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন নিচেঃ