আমরা আপনাদের হেল্প করার জন্য imo , whats app হেল্পলাইন সেবা দিয়ে থাকি। কিন্তু আপনারা কোন কারণ ছাড়াই বার বার ফোন দেন কেন এইটা আমি বুঝি না। একজন হেল্পের জন্য এসএমএস দিয়েছে তাকে উত্তর দিচ্ছি এর মধ্যে  কল দিয়ে  এসএমএস দিতে দিচ্ছেন না ,  বলেন কেমন লাগে? আর একটা বড় সমস্যা আপনারা হেল্পের জন্য এসএমএস দিয়ে অপেক্ষা করতে চান না।কিন্ত আপনি একা  তো হেল্পের জন্য এসএমএস দেন নি  ভাই । এখানে অনেকেই এসএমএস  দিচ্ছে তাই একটু তো সময় লাগবেই উত্তর দিতে।এখন আপনি কিছু না বুঝে বার বার পাগলের মত কল দিলে কি ভাবে হবে । হেল্প নিতে চাইলে অপেক্ষা করতে হবে, আমরা মানুষ কোন রোবট না । কেউ বার বার কল দিলে ব্লক করতে বাধ্য হবো। একজনের জন্য ১০ জনের ক্ষতি হবে এইটা মেনে নেওয়া যায় না।     

দয়া করে এই ধরণের প্রশ্ন করবেন নাঃ এই পরীক্ষা কবে হবে বা এই পরীক্ষা হয়েছে  কি না?? এতো তথ্য মনে রাখা আমাদের পক্ষে সম্ভব না ,কারণ দিনে আমরা অনেক নিউজ দিয়ে থাকি , তা হলে এক মাসে কত নিউজ আমরা দিয়ে থাকি?? এতো তথ্য মনে রাখা কোন মানুষের পক্ষে সম্ভব না।এখন আপনি যদি তিন মাস আগের নিউজ  জানতে চান , আমরা কি ভাবে উত্তর দিবো???   আর প্রতিটা সেক্টরে আলাদা আলাদা Admin কাজ করে । তাই এমন প্রশ্নের উত্তর হেল্প লাইনে পাবেন না।

শুধু মাত্র এই বিষয় গুলোর সমস্যার সমাধান পাবেনঃ ব্যবহার করতে  কোন সমস্যা হলে, কোন কিছু বুঝতে সমস্যা হলে বা পেমেন্ট  সমস্যা হলে ,CV Save সংক্রান্ত সমস্যা হলে  এবং app এর  কোন কিছু কাজ না করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। 

হেল্প লাইন সার্ভিস চালু থাকবেঃ

****** সকাল ১১.০০টা থেকে বিকাল  ৫.০০টা পর্যন্ত

******* রাত ৮.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত   

সপ্তাহে ৭ দিন চালু থাকবে এই সার্ভিস । শুধু মাত্র শুক্রবার সার্ভিসের সময় পরিবর্তন হবে  ।

 আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ 

download android app: Jobs Exam Alert

বিঃদ্রঃ (দয়া করে কল দিবেন না , শুধু মাত্র এসএমএস দিতে পারবেন)

পেমেন্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুনঃ