রূপালী ব্যাংকের অফিসার পদের প্রশ্নের সমাধান

কয়েকটা প্রশ্নের সমাধান নিয়ে ফেসবুকে অনেক সমালোচনা হচ্ছে । যে প্রশ্ন গুলো নিয়ে সমালোচনা হচ্ছে সেই প্রশ্ন গুলোর ১০০% সমাধান এতো কম সময়ের মধ্যে দেওয়া অসম্ভব । কারণ কোন বইয়ে এই প্রশ্ন পাওয়া সম্ভব না। তার পরেও আমরা চেষ্টা করছি সঠিক ভাবে বুঝানোর জন্য। আমাদের ভুল হওয়া স্বাভাবিক , আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন আশা করি।  

বাংলা প্রশ্নঃ 

২। রোদসী শব্দটি দিয়ে বুঝায়-

উত্তরঃ পৃথিবী ও স্বর্গ (রোদসী   /বিশেষ্য পদ/ আকাশ, স্বর্গ, মর্ত্য, পৃথিবী। (সূত্রঃ B2B Dictionary) )

১৪।  নিচের যে  গুচ্ছে ভাষার অপপ্রয়োগ এর কোনো দৃষ্টান্ত নেই-উত্তরঃ সবিনয়ে,একত্র, সাম্প্রতিক 

( বিশেষণ পদের সঙ্গে বিভ্রান্তিবশত পুনরায় বিশেষণবাচক উপসর্গ বা প্রত্যয় যোগ করার ফলে কিছু কিছু ভুল শব্দ গঠিত হয়।৩ যথা―সচেষ্টিত (হবে চেষ্টিত/সচেষ্ট), মার্কিনী (মার্কিন), সবিনয়পূর্বক (সবিনয়ে/বিনয়পূর্বক) , সাম্প্রতিককাল- সাম্প্রতিক মধ্যে কাল নিহিত আছে । সাম্প্রতিককাল তাই ব্যবহার ব্যহুল্যজনিত অপপ্রয়োগ হবে । অতএব শব্দটির প্রয়োগ হবে সাম্প্রতিক  এবং একত্রিত না হয়ে হবে একত্র ) 


১৬। লোকজ শব্দ “দইয়ল”  এর প্রমিত রূপ হলো-

উত্তরঃ দোয়েল ( এইটা একটা কবিতায় ব্যবহার হয়েছে সোনামুখী দইয়ল , মানে দইয়ল = দোয়েল। এই পাখীর চঞ্চু স্বর্ণ বর্ণ, এজন্য ইহাকে সোনামুখী বলা হইয়াছে।)   


সম্পূর্ন সমাধানের কাজ চলিতেছে, সমাধান পেতে আমাদের সাথেই থাকুন