সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ক্ষেত্র সহকারী নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র প্রসঙ্গে।

বিষয়: ক্ষেত্র সহকারী নিয়ােগ পরীক্ষার প্রবেশ পত্র প্রসঙ্গে।

উপযুক্ত বিষয়ের আলােকে জানানাে যাচ্ছে যে, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনােলজি প্রােগ্রাম- ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২), মৎস্য অধিদপ্তর অংগের আওতায় ক্ষেত্র সহকারী নিয়ােগ পরীক্ষা আগামী ২০/০৯/২০১৯ খ্রিঃ শুক্রবার,সকাল : ১০:০০ - ১১.০০ ঘটিকায় বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়, সেগুনবাগিচা, ঢাকা (সেগুন বাগিচা হাই স্কুলএর পার্শ্বে) অনুষ্ঠিত হইবে। যােগ্য প্রার্থীদের প্রবেশ পত্র ডাকযােগে প্রার্থীর বর্তমান ঠিকানায় প্রেরণ করা হয়েছে। যদি কেউ না পেয়ে থাকলে, আগামী ১৮/০৯/২০১৯ ও ১৯/০৯/২০১৯ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ে ১ (এক) কপি ছবি সহ প্রকল্প অফিস এ (রুম নং-৯০৪) যােগাযোগ করার জন্য অনুরােধ করা হলাে।