আমরা এর আগেও বলেছি শুধু মাত্র এডমিট কার্ড দিয়েছে এবং পরীক্ষার সময়সূচী প্রকাশ হলে বা যে কোন তথ্য আসলে আমরা দিয়ে দিবো। তার পরেও আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত । এডমিট কার্ড প্রকাশ করেছে সেখানে আপনাদের রোল আছে , সেই রোল অনুয়াযী পরীক্ষার তারিখ এবং কেন্দ্র তালিকা পরে জানিয়ে দিবে। এইটা আমরা বার বার বলতেছি তার পরেও আপনাদের প্রশ্ন পরীক্ষা কবে হতে পারে এবং পরীক্ষা কোথায় হতে পারে ?? তারা নিজেরাও জানে না পরীক্ষা কবে হতে পারে, আমরা কি ভাবে জানবো?  পরীক্ষা বিষয়টা এতো সহজ না ,যে তারা চাইলো আর পরীক্ষা নিলো। টেন্ডার দিবে পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী এবং পরীক্ষার্থী যেহেতু অনেক বেশি ঢাকাতে নিতে না পারলে বিভাগের চিন্তা করবে,  তার পরে আবার বিভাগের কেন্দ্রের তালিকা করবে , রোল অনুয়াযী পরীক্ষার্থীদের কেন্দ্রে ভাগ করবে , তার পরে পরীক্ষার সময়সূচী এবং কেন্দ্র তালিকা দিতে পারবে। কিছু পদের এডমিট কার্ডে আগেই বলে দিয়েছে পরীক্ষা ঢাকাতে হবে কারণ পরীক্ষার্থী অনেক কম সেই পদ গুলোর। তাই সবাইকে অনুরোধ করবো লাফালাফি না করে, দয়া করে অপেক্ষা করেন আমরা পরীক্ষার সময়সূচী প্রকাশ হলে জানিয়ে দিবো। 

[বি: দ্রঃ]  এই বিষয় গুলো নিয়ে শুধু শুধু আমাদের প্রশ্ন করে কোন লাভ নাই। আমরা নিজেরা যে কোন বিষয় জানলে তা Android app:  Jobs Exam Alert মাধ্যমে জানিয়ে দিতাম । যে বিষয়ে Android app:  Jobs Exam Alert এ কোন পোস্ট পাবেন না ,সেই বিষয়ে আমাদের প্রশ্ন করলেও কোন উত্তর পাবেন না।