Organization Name: Ministry of Foreign Affairs (MOFA)
Post name: Superintendent
Exam Type: MCQ
Full marks: 100
1. Fill in the blank: ‘You might—–about Milton.’—- Ans: have heard
2. একটি গরু ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। গরুটি আরো ৫০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ১৫% লাভ হতো। গরুটির ক্রয়মূল্য কত? Ans: ৫০০০ টাকা
3. আয়ত এর বাহুগুলি পরস্পর সমান হলে কি হয়? Ans: বর্গ
4. ’সূর্য দীঘল বাড়ি’ কোন প্রকারের রচনা?- Ans: উপন্যাস
5. The abbreviations’ PM’ stands for— Ans: Post Meridiem
6. Select the correct sentence: Ans: Did he come home yesterday?
7.আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমি কি…..। গানটির রচয়িতা কে?- Ans: আবদুল গাফফার চৌধুরী
8.`Honesty is the best policy.’ in this Sentence the word` honesty is —–Ans: an abstract noun
9. She is now a student of—– University. `Fill in the blank in the above sentence: Ans: a
10. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? –Ans: কঠিন মাধ্যমে
11. বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের এক ভাগের সমান? Ans: ভাগের এক ভাগ
12. The word` hardly means—–Ans: almost not
13. ‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো- Ans: প্রত্যক্ষ
14. ABC সমকোণী ত্রিভুজের B কোণ সমকোণ এবং AB=a, BC=2a হলে নিচের কোনটি সঠিক? Ans: √5a
15. অপরাজেয় বাংলা কি?-Ans: মুক্তিযোদ্ধাদের একটি ভাস্কর্য
16. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?- Ans: ৭টি
17. ণত্ব বিধান কোন শ্রেণীর শব্দের জন্য প্রযোজ্য?- Ans: তৎসম
18. ২৫ মে ২০১৮ তারিখে ভারতের কোথায় ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করা হয়েছে? Ans: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে
19.` She has been reading the book since morning. This is an example of—Ans: present perfect continuous tense
20. বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি?- Ans: নীলনদ
21.‘পরাজয়ের’- এ শব্দটিতে কোনটি উপসর্গ?- Ans: পরা
22. বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশি?- Ans: মৌলভীবাজার জেলায়
23.‘প্রসন্ন’ এর বিপরীত শব্দ কোনটি?- Ans: বিষণ্ণ
24. Identify the correct passive form: ` Let me write a letter.’ Ans: Let a letter be written by me.
25. A word that takes the place of a noun Is called— Ans: a pronoun
26. a3-b3, a3+b3এর গসাগু কত? Ans: 1
27.‘ তিনি বাড়ি নেই’ কোন কারক? Ans: অধিকরণে শূন্য
28. অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়?- Ans: ক্যানবেরা
29. বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়?- Ans: ১২ মে, ২০১৮
30. শেষের কবিতা কোন শ্রেণীর সাহিত্য কর্ম?- Ans: একটি উপন্যাস
31. কোনটি আরবি শব্দ?- Ans: হজ্জ
32. `Muslims fast during Ramadan.’ here the word` fast’ it is—– Ans: a verb
33. ‘অশ্রু’ শব্দের প্রতিশব্দ হবে- Ans: লোর
34. ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়?-Ans: ১৯০৪ সালে
35. ।x।<3 এর সমাধান সেট– Ans: -3
36. একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল- Ans: 4√3
37.‘’রূপসী বাংলা’ কার কাব্যগ্রন্থ?-Ans: জীবনানন্দ দাশের
38. কোনটি অশুদ্ধ বাক্য? Ans: তাহারা বাড়ী যাচ্ছে
39. নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?- Ans: কক্কাস
40. `Dead Lock’এর বাংলা- Ans: অচলাবস্থা
41. টাকায় ১০ টি দরে আমলকি ক্রয় করে ৮ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? Ans: ২৫%
42. বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির নাম কি?- Ans: নাজমুন আরা সুলতানা
43. বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কি?- Ans: কারাগারের রোজনামচা
44. Which one of the following is a Plural Noun? Ans: crises
45. যদি পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব h হয় এবং সময় t হয়, তাহলে- Ans: h∝t2
46. Which one of the following was a ` Romantic poet’? Ans: P.B Shelley
47. দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?–Ans: যকৃত
48. নড়াইল জেলা শহর কোন নদীর তীরে অবস্থিত? Ans: চিত্রা নদী
50. বাংলাদেশের জাতীয় ফল কোনটি- Ans: কাঁঠাল
51. William Shakespeare was born in- Ans: 1564
52. সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো: ১, ৫, ৭, ১৩, ২১, ৩৫—– Ans: ৫৭
53. দেরাদুন কোন দেশে অবস্থিত- Ans: ভারতে
54. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে- Ans: কামরুল হাসান
55. নিচের কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক- Ans: পায়ের আওয়াজ পাওয়া যায়
56. 11+18+25+32+……ধারাটির 15 টি পদের সমষ্টি কত– Ans: ৯০০
57. End in smoke means —- Ans: Come to Nothing
58. Fill in the blank with an appropriate preposition. Exercise is beneficial—health. Ans: to
59. হুলিয়া কবিতা কার রচনা- Ans: নির্মলেন্দু গুণ
60. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে- Ans: স্পিকার
61. ‘না’ কোন জাতীয় শব্দ- Ans: অব্যয়
62. বাংলাদেশের সাংবিধানিক নাম কি-– Ans: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
63. বাংলাদেশ আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ হয় তা একটি– Ans: রম্বস
64. ভাষার মূল উপাদান হচ্ছে- Ans: ধ্বনি
65. Which one of the following is an example of superlative degree- Ans: least
66. What is the plural form of Mr.– Ans: Mrs.
67. শুদ্ধ বানান কোনটি- Ans: লক্ষণ
68. সময়ের শূন্য রেখা কোন দেশে অবস্থিত- Ans: যুক্তরাজ্য
69. Fill in the blank with the right word: a man is known by the—– he keeps. Ans: company
70. The tense of a verb is mainly related to—–Ans: time
71. নিচের কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস– Ans: কয়লা
72. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি– Ans: চর্যাপদ
73. Which one of the following is wrongly spelt- Ans: facination ( Correct spelling: fascination)
74. Fill in the blank: Look —–the word in the dictionary. Ans:
75. নন্দিত নরকে উপন্যাসটির রচয়িতা কে- Ans: হুমায়ূন আহমেদ
76. The past participle form of the verb ‘spread ‘ is—-Ans:
77. ১ হতে ৫০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে- Ans: ১৫
78. ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কত- Ans: সঠিক উত্তর নেই ( সঠিক হবে 1/2 ×(সমান্তরাল বাহু দুইটির যোগফল)× উচ্চতা)
79. শালবন বিহার কোথায় অবস্থিত- Ans: কুমিল্লা
80. He is poor but honest ‘Which one is conjunction in this sentence- Ans: but
81. থাইল্যান্ডের মুদ্রার নাম কি- Ans: বাথ
82. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26 মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়ারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন- Ans: ইস্ট পাকিস্তান রাইফেলস
83. বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোন সীমানা নেই- Ans: বান্দরবান
84. একটি গাড়ির চাকা তিরিশ মিনিটে দুই হাজার বার ঘোরে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত- Ans: ৫
85. Cos120 ডিগ্রী- এর মান কত- Ans: -1/2
86. x-y =1 , x+y= 3 হলে, (x,y)= কোনটি —Ans: 2,1
87. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত- Ans: সোনারগাঁয়ে
88. গোঁফ খেজুরে কোন সমাস- Ans: মধ্যপদলোপী বহুব্রীহি
89. দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 3 এবং গুণফল 2, এদের বর্গের সমষ্টি- Ans: 3
90. ছন্দের জাদুকর কাকে বলা হয়- Ans: সতেন্দ্রনাথ দত্ত
91. Complete the sentence ‘had I been in your situation—the offer. Ans: I would have accepted
92. করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কাটার পর তিনি ২৭০০ টাকা পান, তার মাসিক বেতন কত– Ans: ৩০০০
93. আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন- Ans: ডিনামাইট
94. x -1/x= √3 হলে x2 + 1/x2=কত—- Ans: 5
95. গীতাঞ্জলি এর সন্ধি বিচ্ছেদ কোনটি- Ans: গীত + অঞ্জলি
96. ২৫ শে বৈশাখ কার জন্মদিন- Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
97. কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা- Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
98. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি- Ans: নাফ
99. Choose the appropriate question tag’ you like vegetables— Ans: don’t you
100. 2(a2+b2) = কত– Ans: (a + b) ^2 + (a-b) ^2