আপনি  CV Save করার পরে ঘরে বসেই সকল সরকারি চাকরির আবেদন করতে পারবেন  Jobs Exam Alert  এর মাধ্যমে ।

কেন CV Save  করবেনঃ

১। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের জন্য আপনাকে দোকানে যেতে হবে না ।

২। বার বার দোকানে গিয়ে তথ্য দিতে গিয়ে যে ভুল হয়, তা আর হবে না।

৩। দোকানে যে টাকা খরচ হবে তার থেকে কম টাকায় আবেদন করতে পারবেন।

৪। যে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করবেন তার এডমিট কার্ড প্রকাশ , পরীক্ষার সময়সূচী, ফলাফল সহ সকল  তথ্য আপনাকে মোবাইলে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে।

৫। আপনার সকল তথ্য আমাদের সার্ভারে  ৩ ধাপে সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে ।এমন কি আপনার ইউজার আইডি পাসওয়ার্ডও সংরক্ষণ করা থাকবে।

৬। যে কোন সমস্যা হলে আপনি শুধু আমাদের হেল্প লাইনে এসএমএস দিলে আপনাকে ফোন দিয়ে সমস্যার সমাধান করা হবে।

৭।কোন প্রশ্ন থাকলে আমাদের হেল্প লাইনে যোগাযোগ করুনঃ 01710286369

CV Save করতে পারছেন না তাদের জন্যঃ

অনেকে CV Save কি ভাবে করবে বুঝতে পারছে না, তাদের CV Save করে আমরা দিবো ৩০ আগস্ট পর্যন্ত।

আপনাকে দিতে হবেঃ

 ১।যে কোন সরকারি চাকরির আবেদন করেছেন এমন একটা Hardcopy । ১৬ তম শিক্ষক নিবন্ধনে আবেদন করে থাকলে এইটার ছবি দিলেই আপনার হার্ডকপি আমরা  Save করে দিতে পারবো।

২।  আপনার ছবি দিতে হবে। যে কোন মোবাইল দিয়ে ছবি তুলে দিলেও হবে আমরা ঠিক করে নিবো।

৩। স্বাক্ষর দিতে হবে । আর স্বাক্ষর যে কোন সাদা কাগজে কলম দিয়ে স্বাক্ষর করে  আপনি ছবি তুলে দিতে পারেন আমরা ঠিক করে নিবো।

তথ্য গুলো পাঠাবেনঃ

imo- 01710286369

Whatsapp-01710286369

Eamil: Admin@studyonlinebd.com

এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে যোগাযোগ করুনঃ 01710286369

আমাদের উদ্দেশ্যঃ 

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা নতুন নতুন অনেক কিছুর সাথে পরিচিত হচ্ছি প্রতিনিয়ত । এই চিন্তা ভাবনা থেকেই আমাদের একটা সেবা চালু হয়েছে ঘরে বসেই সকল চাকরির আবেদন করতে পারবেন।মূলত গ্রাম বাংলার চাকরির প্রার্থীদের কিছুটা হলেও কষ্ট কমে যাবে। কারণ দেখা যায় গ্রামের মানুষ চাকরির আবেদন করার জন্য   অনেক কষ্ট করে অনেক পথ পাড়ি দিয়ে আবেদন করতে যায়,এমন কি সময় মত আবেদন ও করতে পারে না। অনেক জায়গায় আবেদনের সার্ভিস চার্জ ৫০-১০০টাকা নিয়ে থাকে । এই সমস্যার সমাধান  করার জন্য আমাদের এই পথচলা । সবচেয়ে বড় কথা ডিজিটাল যুগে সব কিছুই ঘরে বসে হচ্ছে তা হলে আবেদন করার জন্য দোকানে সিরিয়াল ধরে বসে থাকার কোন প্রয়োজন আছে ?  আপনাদের সহযোগীতা পেলে আমরা আরো উন্নত সেবা দিতে পারবো। 


আপনি চাইলে নিজেও  CV Save করতে পারেন  নিচের ছবিতে বিস্তারিতঃ