সাম্প্রতিক ঘটনাবলির ওপর মডেল টেস্ট নিয়ে বিভাগ। ঘরে বসেই যাচাই করে নিন আপনি কতটা আপডেট?

১। ২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার কত? 

ক. ২ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা খ. ৩ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা গ. ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা ঘ. ৫ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা 

২। বিশ্বের সবচেয়ে অগ্রসর অর্থনীতির সাতটি দেশের সংগঠন জি-৭ এর ৪৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? 

ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য গ. জার্মানি ঘ. কানাডা 

৩। ‘নারী টি-২০ এশিয়া কাপ ২০১৮’ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? 

ক. বাংলাদেশ খ. ভারত গ. পাকিস্তান ঘ. শ্রীলঙ্কা 

৪। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচের নাম কী?

 ক. চন্দিকা হাথুরাসিংহে খ. রিচার্ড পাইবাস গ. ফিল সিমন্স ঘ. স্টিভ রোডস 

৫। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধানের নাম কী? 

ক. জেনারেল মইন উ আহমেদ খ. জেনারেল ইকবাল করিম ভূইয়া গ. জেনারেল আবু মোহাম্মদ শফিউল হক ঘ. লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ 

৬। মেসিডোনিয়ার নতুন নাম কী? 

ক. রিপাবলিক অব ইস্ট মেসিডোনিয়া খ. রিপাবলিক অব ওয়েস্ট মেসিডোনিয়া গ. রিপাবলিক অব নর্থ মেসিডোনিয়া ঘ. রিপাবলিক অব সাউথ মেসিডোনিয়া 

৭। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ‘মানবাধিকার পরিষদ’ ত্যাগ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কোন দেশ? 

ক. যুক্তরাষ্ট্র খ. রাশিয়া গ. ফ্রান্স ঘ. উত্তর কোরিয়া 

৮। সম্প্রতি ভারতের কোন রাজ্যে সব ধরনের প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে? 

ক. গুজরাট খ. মহারাষ্ট্র গ. মধ্যপ্রদেশ ঘ. কর্নাটক

 ৯। রাজধানীতে নারীদের জন্য কী নামে বাসসেবা চালু করা হয়েছে? 

ক. রজনীগন্ধা খ. অপরাজিতা গ. দোলনচাঁপা ঘ. হাসনাহেনা 

১০। সম্প্রতি ইউরোপের কোন দেশে জনসম্মুখে মুসলিম নারীদের নেকাব পরা নিষিদ্ধ করা হয়েছে?

 ক. বেলারুশ খ. পর্তুগাল গ. ডেনমার্ক ঘ. অস্ট্রিয়া

 ১১। মানবসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশকে অনুদান সহায়তার ঘোষণা দিয়েছে কোন দেশ?

 ক. জাপান খ. চীন গ. সিঙ্গাপুর ঘ. ভারত 

১২। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ২০টি ধনী দেশের মধ্যে শিশু মৃত্যুহার সবচেয়ে বেশি কোন দেশে?

 ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য গ. ফ্রান্স ঘ. রাশিয়া 

১৩। বিশ্বের সয়াবিন আমদানিকারক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ 

১৪। টমসন রয়টার্স ফাউন্ডেশনের সমীক্ষার তথ্যানুযায়ী বিশ্বে নারীদের জন্য বিপজ্জনক দেশের তালিকার শীর্ষে—

 ক. ভারত খ. আফগানিস্তান গ. সিরিয়া ঘ. সৌদি আরব 

১৫। নিউ ইয়র্কভিত্তিক প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান ‘মার্সার’ জরিপের তথ্যানুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর—

 ক. দিল্লি খ. তাসখন্দ গ. হংকং ঘ. টোকিও 

১৬। ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০১৭’ প্রকল্পের প্রতিবেদন অনুসারে দেশের মানুষের গড় আয়ু কত বছর? 

ক. ৭১ খ. ৭২ গ. ৭৩ ঘ. ৭৪ 

১৭। বাংলাদেশ জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ? 

ক. ১৩.৭৫ খ. ১৪.৭৫ গ. ১৫.৭৫ ঘ. ১৬.৭৫

 ১৮। বিদেশের মাটিতে মার্কিনদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির সদর দপ্তর উদ্বোধন হয়েছে কোথায়? ক. উত্তর কোরিয়া খ. দক্ষিণ কোরিয়া গ. দক্ষিণ আফ্রিকা ঘ. পূর্ব তিমুর ১৯। রাশিয়া বিশ্বকাপ-২০১৮’-এর মাসকটের নাম কী? 

ক. গোলিও খ. জাকুমি গ. ফুলেকো ঘ. জাবিভাকা 

২০। আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ফিনানশিয়াল অ্যাকশন টাস্কফোর্স সম্প্রতি সন্ত্রাসবাদে অর্থায়ন ঠেকানোর ব্যর্থতার অভিযোগে ‘গ্রে লিস্টের’ অন্তর্ভুক্ত করেছে কোন দেশকে? 

ক. পাকিস্তান খ. সিরিয়া গ. আফগানিস্তান ঘ. ইরাক 

উত্তরগুলো মিলিয়ে নিন ১.গ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ ৯. গ ১০. গ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ক।



Fatal error: Uncaught TypeError: sizeof(): Argument #1 ($value) must be of type Countable|array, null given in /home/nahid34/public_html/user/jobs-exam-date-details.php:104 Stack trace: #0 {main} thrown in /home/nahid34/public_html/user/jobs-exam-date-details.php on line 104