বাংলাঃ

বাক্য ও বর্ণঃ

১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?-১০

২.ভাষার মূল উপকরন কি?-বাক্য

শুদ্ধ ও অশুদ্ধ ঃ

১.কোনটি শুদ্ধ বাক্য?-আমার বড় দূরবস্থা

২. শুদ্ধ বানান কোনটি?-আসক্তি

৩. শুদ্ধ বানান কোনটি?-সমীচীন

সন্ধি বিচ্ছেদঃ

১. ‘রবীন্দ্র’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?- রবি+ ইন্দ্র

২. ‘ষোড়শ’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?- ষট্ + দশ

সমাসঃ

১.নিত্য সমাসের উদাহরণ কোনটি?-দেশান্তর

২. হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস-সমার্থে

বিরাম চিহ্নঃ

১. বিরাম চিহ্নের অপর নাম কি?-ছেদ চিহ্ন

এককথায় প্রকাশঃ

১. ইতিহাস রচনা করেন যিনি-ঐতিহাসিক

২.‘অক্ষির’ সমীপে’ এ  সংক্ষেপ হল-সমক্ষ

বাগধারাঃ

১. তাসের ঘর অর্থ কি?- ক্ষণস্থায়ী

বিপরীত শব্দঃ

১. ‘অলীক’- এর বিপরীত শব্দ-সত্য

উপসর্গঃ

২. অঘারাম বাস করে অজ পাড়া গাঁয়ে অঘা ও অজ কোন ধরনের উপসর্গ?- খাঁটি বাংলা


পদঃ  

১. ‘আমি’‘ আমরা’- এগুলো কোন সর্বনাম পদ?-ব্যক্তিবাচক

প্রকৃতি- প্রত্যয়ঃ

১. কুসুমিত শব্দের প্রকৃতি- প্রত্যয় কোনটি-কুসুম+ইত

সমার্থক শব্দঃ

১. কিরণ এর সমার্থক নয়-কর ( কর অর্থ হাতি)

বাংলা সাহিত্যঃ

১.‘বেলা অবেলা  কালবেলা’র লেখক কে?-জীবনানন্দ দাশ

২. দিন যায় কথা থাকে এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে?-অতিবাহিত

ইংরেজিঃ

Parts of Speech:

1.The countable form of Laughter? - Laugh

Narration:


1.“He said that he had done the work”. The direct speech is-He said, he did the work.  

Fill in the gap:

1.Phosphates need ---- to most farm lands in Bangladesh.-Need to be added  

2.As the sun --, I decided to go out.-Was shining

3.The professor was given --- to materials in the research laboratory. - Access

Voice:

1. Change the voice. Who is creating this mess?-

By whom is this mess being created?

Literature:

  1. The book Treasure Island is by-Stevenson (Robert Louis Stevenson)

Appropriate Preposition :

1.Every driver must be held --- his own actions. - responsible for

2.Amenable শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?  - to

Antonym:

  1. What is the antonym of the word “unwitting”?- intentional

Gender :

1.The Feminine of “Ram” is? -Ewe

Sentence Correction:

  1. Which of the following sentences is correct?- He was hanged for murder

Number:

1.Which one is plural-Bureaux

2.The plural of “Fez” is-Fezes

Translation:

 1.Choose the English translation of- তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? -Have you ever been to Coxes Bazar?

 Phrase:

1.I have a boat (made) of (wood) the underlined phrase is?- Past participle phrase

Right form of Verb:

1.Mr. Atique - rather not invest that money in the stock market. -would

One-word Substitute:

1. A person Who writes and edits dictionaries is called a? - Lexicographer

Spelling Correction:

1.Which one is the correct spelling?- irresistible

2.Which one is the correct spelling? - Supersede

সাধারণ জ্ঞানঃ

1.পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের কত তারিখ ? - ২৩ জুন

মুক্তিযুদ্ধঃ

১.1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে  তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?-১৬৯

২.আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে “ poet of plitics”বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয়?- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

.৩.মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র?- চীন ও যুক্তরাষ্ট্র

৪.1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক?- সাইমন ড্রিং

৫.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?- এম মনসুর আলী


জাতীয় সংসদঃ

১. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?-মহামান্য রাষ্ট্রপতি

সংস্থা ও সংগঠনঃ

১.ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? -২৮ টি

২.স্কাউটের প্রতিষ্ঠাতা কে?-লর্ড ব্যাডেন পাওয়েল

অন্যান্যঃ  

১.কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?-নেপাল

২.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে?-১৯২১

 

৩.পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা?-মাকসুদুল আলম


সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ

১.রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?-পাবনা

২.পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত?- ফিনল্যান্ড

৩.বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?- যুক্তরাষ্ট্র


বিজ্ঞানঃ

১.কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে-সালোকসংশ্লেষণ

২. খাওয়ার লবণের সংকেত কি?-Nacl

৩.পানির স্ফুটনাঙ্ক কত?-১০০ ডিগ্রি সেলসিয়াস

৪.জোয়ার-ভাটার প্রধান কারণ?- চাঁদের আকর্ষণ



গ্ণিতঃ

অনুপাতঃ

১.একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়,  তবে পানির পরিমাণ কত লিটার? -২

২.১৪৩ টাকাকে ২ঃ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?- ৩৯


বয়সঃ

১.পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর  হলে পূত্রের বয়স কত?-৩০

২.৬ জন পুরুষ ,৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়স ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?- ১৩ বছর




বীজগণিতের সূত্রাবলীঃ

১.4X2+9Y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? - 12xy

২.X-1/x=1 হলে x3-1/x3  এর মান কত? - 4.0

৩.z2+7x+P যদি x-5  দ্বারা বিভাজ্য হয় তবে p  এর মান কত? --60.0

৪.2x+3y/3x+2y=5/6 হলে x:y কত?- 8:3

জ্যামিতিঃ

১.কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?- ২,৪,৭

২.একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩ ।  ত্রিভুজটি হবে?- সমকোণী

৩.৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?- ৫০  ডিগ্রী

পরিমিতিঃ

১.একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম  এবং অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?- ৫

২.একটি গাড়ির চাকা  প্রতি মিনিটে ১২ বার ঘোরে।  চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?- ৩৬০  ডিগ্রী

৩.একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০  মিটার ও ১০০ মিটার। বাগান টির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০%  বৃদ্ধি বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?-১৯৮০০

৪.একটি ত্রিভুজের ৩ বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩  হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?- ৬

৫. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার । এর ব্যাসার্ধ কত মিটার?-৪  

সংখ্যার ধারণাঃ

১. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত?-১০৭


২. একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি  ব্রাঞ্চ খালি থাকে । আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬  জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?-৬০

৩. ০,১,২ এবং ৩  দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? - ২১৮৭

৪. 4*5*0*7*1=কত ?-০